ফিফটি করেই ফিরলেন সাকিব, বিপর্যয়ে বাংলাদেশ

শুরু ব্যটিং বিপর্যয় সামলে নিয়ে সাকিবের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে দলীয় ৮৮ রানে বিদায় নিয়েছে টাইগারদের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। বিপর্যয় সামলে দলকে ফিরিয়ে এনে ভরসা দিয়েছিলেন সাকিবই। তবে ব্যক্তিগত ৫৪ রানে শেষমেষ পেরেরার বলে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরলে সেই শেষ ভরসাটুকুও মলিন হয়ে গেলে।
দীর্ঘদিন পরে ফের ব্যাটে ফেরা সৌম্য অস্বস্তিকর ভাবে আউট হওয়া ফলে ফের চাপে বাংলাদেশ। সৌম্য ৩ চার ও ১ ছয়ে ৩৮ রানের ইনিংস খেলেন। ২০ বলে ৯ রান করে পেরেসেনার বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন মোসাদ্দেক। সাকিব ৭ বাউন্ডারী হাঁকিয়ে ৬২ বলে ৫৪ রান করে বিদায় নিলেন।
এর আগে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শেষ ওয়ানডেতে জেতার জন্য ২৮১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩.৩ ওভারে ১১ রান তুলতে হারিয়ে ফেলে ৩ উইকেট। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৪), সাব্বির রহমান (০) ও মুশফিকুর রহিম (০) সাজঘরে ফিরে গেছেন। লঙ্কান পেসার নুয়ানো কুলাসেকারা ২টি ও সুরঙ্গ লাকমাল ১ টি করে উইকেট লাভ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন