ফিরছেন আইটেম কন্যা বিপাশা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ বিপাশা কবির। নায়িকা হিসেবে অভিনয় করলেও আলাদা খ্যাতি রয়েছে তার আইটেম কন্যা হিসেবে। বহু সিনেমার আইটেম গানে তিনি ছড়িয়েছেন রুপের ঝলক ও নাচের মুগ্ধতা।
তবে হঠাৎ করেই আইটেম গান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই লাক্স তারকা। সেই বিরতি কাটিয়ে প্রায় দুই বছর আবারও ফিরলেন তিনি। আবারও তাকে দেখা যাবে নতুন ছবির নতুন আইটেম গানে।
বিপাশা কবির বলেন, ‘ও মাই লাভ’ নামের একটি ছবির আইটেম গানের শুটিং করেছেন তিনি। বিপাশা বলেন, ‘অনেকদিন পর আইটেম গানে কাজ করা হলো। চমৎকার একটি গান ছিলো। এর আইডিয়াটা খুবই ভালো লেগেছে। গানটিতে নতুনত্বের ছোঁয়া থাকবে।’
বিপাশা জানান, আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমার জন্য আইটেম গানটি কবির বকুলের লেখা ও সুরে। ‘উড়ছে টাকা লাখো হাজার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লেমিস। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব। গানে বিপাশার সঙ্গে অংশ নিয়েছেন ছবির নায়ক রিদ্বেশ ও অভিনেতা অমিত হাসানও।
এ ছবিতে অভিনয় করছেন কলকাতার নায়ক রিদ্বেশ, অমিত হাসান ছাড়া আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সারর্ণী, বাংলাদেশের অমৃতা খান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন