সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ফিরে এসো মেসি’

ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা, লিওনেল মেসির অবসর। গুরুত্বপূর্ণ তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা না জেতার আক্ষেপে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনার এই ক্ষুদে জাদুকর। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি দৃঢ় প্রত্যয় কণ্ঠেই জানিয়েছেন, এটিই তার চূড়ান্ত সিদ্ধান্ত। আর্জেন্টিনার জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না।

অবসর নিয়েও ফুটবলে আবার ফিরে আসার ঘটনা আছে ইতিহাসে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে। মেসি কি ফিরবেন আবার আকাশি-সাদা জার্সিতে? এই মুহূর্তে এমন প্রশ্নটি অমূলক হলেও, বিশ্বের অনেক গনমাধ্যম এমন ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটন পোস্ট যেমন বলছে, মেসি কি সত্যিকার অর্থেই বিদায় বলেছেন।

বয়স মাত্র ২৯। রয়েছেন ফর্মের তুঙ্গে। এখনও অবলীলায় খেলতে পারেন আর বছর পাঁচেক। তবে হুট করে মেসির এমন অবসরের ঘটনা মানতে পারছে না অনেকে। জাতীয় দলের সতীর্থতো বটেই, ভক্ত-সমর্থকরা আরও আবেগী। টুইটার, ফেসবুকে জোর আবেদন, ফিরে এসো মেসি।

প্রচণ্ড হতাশা আর আক্ষেপের কারণেই মেসির এমন সিদ্ধান্ত। এটা বুঝতে খুব বেশী জ্ঞানী হবার প্রয়োজন নেই। চিলির সঙ্গে ফাইনাল হারার পর শিশুর মতো মেসির কান্না ছুয়ে গেছে সবার মন। অনেক চেষ্টা করেও যখন শিরোপার দেখা পাওয়া গেল না, তখন আর থেকে লাভ কী। অনেকটা অভিমানেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মেসি।

তবে মেসির সতীর্থদের কথায় ভক্তরা নতুন আশা করতেই পারেন। সার্জিও অ্যাগুয়েরো যেমন বলছেন, মেসি উত্তেজনার বশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আরেক সতীর্থ গোলকিপার সার্জিও রোমেরোর মতে, এই সিদ্ধান্ত থেকে হয়তো সরে আসতে পারেন মেসি।

এবারের কোপায় দারুণ খেলেছেন মেসি। দুর্দান্ত খেলেছিলেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কিংবা ২০১৫ সালে চিলির আগের কোপা আমেরিকাতেও। কিন্তু কোনো একটা কারণে সাফল্য ধরা দিচ্ছে না তাঁর হাতে। ব্যাপারটা মেসিকে ছুঁয়ে গেছে দারুণভাবেই, ‘এসব নিয়ে বিশ্লেষণের সময় এটা নয়। ড্রেসিংরুমে বসে আমার মনে হলো জাতীয় দলের হয়ে আর নয়। জাতীয় দলের হয়ে সাফল্য, শিরোপা জয়, এসব আমার জন্য নয়।’

মেসির বিদায়ের সঙ্গে জড়িত থাকতে পারে অন্য বিষয়ও। আর তা হলো, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা। অর্থকরি বিষয় ছাড়াও নানা ঝামেলা চলছে ফেডারেশনের মধ্যে। ফাইনালের আগে মেসির টুইট তাই প্রমাণ করে। যেখানে তিনি লিখেছেন, ‘কী বিপর্যয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে। ওহ খোদা’।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি