ফিরোজা বেগমের স্মরণে সুস্মিতার মিউজিক ভিডিও

শিল্পী সুস্মিতা আনিসের নতুন মিউজিক ভিডিও ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’ প্রকাশ হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার, ২৮ জুলাই।। প্রখ্যাত সংগীতজ্ঞ, সুরকার ও গীতিকার মোহাম্মদ আসাফুদ্দৌলাহ’র কথা ও সুরে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
নজরুল সংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের ৯০তম জন্মদিনে তাকে স্মরণ করেই সুস্মিতা আনিস নিবেদন করেছেন ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’। ফিরোজা বেগমের উত্তরসূরি এবং ভাইজি সুস্মিতা আনিস মিউজিক ভিডিওটিতে তুলে ধরেছেন তার ছেলেবেলার স্মৃতি। সুস্মিতার চাচা মোহাম্মদ আসাফুদ্দৌলাহ আবেগভরে রচনা করেছেন এই গানটি। হৃদয়য়ের টানে গানটিতে সুর করেছেন তার বাবা মাকে স্মরণ করে।
সুস্মিতা আনিসের এই মৌলিক আধুনিক গানটিতে উঠে এসেছে তার দাদা-দাদির কথা, ফরিদপুরে তার দাদা বাড়ির কথা, চাচা ফুপু আর একসাথে বেড়ে ওঠা ভাই-বোনদের স্মৃতি। ফরিদপুরের দাদা বাড়িতে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটিতে সংযোজন করা হয়েছে অনেক আর্কাইভ ছবি। পুরনো এই ছবিগুলোতে উঠে এসেছে ফরিদপুরে সেইসব দিনগুলোর স্মৃতি।
হৃদয়গ্রাহী সুরে এই মৌলিক আধুনিক গানটি ২৮ জুলাইয়ের পর থেকে পাওয়া যাবে ইউটিউবসহ সকল অনলাইন চ্যানালে। ওইদিন চ্যানেল আইতে সর্বপ্রথম সম্প্রচার করা হবে মিউজিক ভিডিওটি। এছাড়া একই দিনে চ্যানেল আইতে সম্প্রচারিতব্য সুস্মিতা আনিসের একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ নিয়মিত অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির উপর আলোকপাত করবেন শিল্পী নিজে।
প্রয়াত ফিরোজা বেগমের জন্মদিনে সুস্মিতা আনিস অনুষ্ঠানটি উৎসর্গ করেছেন তার ফুফুর স্মৃতির উদ্দেশ্যে। ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ থেকে ৮টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে ‘গানে গানে সকাল শুরু’।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন