ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১৪
ফিলিপাইনের দাভাও শহরের একটি নাইট মার্কেটে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬০ জন। তারা সবাই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। খবর বিবিসি ও সিএনএন’র।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে’র একজন মুখপাত্র মার্কেটে বোমা হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
খবরে বলা হয়, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে মার্কো পোলো হোটেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের শহরের হামলা হলেও প্রেসিডেন্ট নিরাপদে আছেন। তিনি নিয়মিতই ওই হোটেলে যেতেন।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আর চারজনের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এ ঘটনায় সতর্কতা হিসেবে সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন দাভাও-এর সিটি মেয়র পাওলো। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন