সোমবার, এপ্রিল ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডাবল মার্ডার

ফিল্মি স্টাইলে পিস্তল উঁচিয়ে চলে যায় জুলহাজের খুনিরা

জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বীকে কুপিয়ে হত্যা করার পর ফিল্মি স্টাইলে পিস্তল উঁচিয়ে সবাইকে ভয় দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বত্তরা।

মঙ্গলবার বিকেলে কলাবাগানেরর ব্যবসায়ী রোকন এন্টার প্রাইজের মালিক রোকন মিয়া বলেন, ‘৫ জন যুবক পিস্তল উঁচিয়ে সবাইকে ভয় দেখাতে দেখাতে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। আমরা তখনও জানতাম না তারা একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘৫ জনের মধ্যে ২ জন সামনে এবং ৩ জন পিছনে এবং সবার সাথেই একটি করে ব্যাগ ছিল। সামনে থাকা ব্যক্তি পিস্তল ঘুরিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল আর বাকি ৪ জনের হাত ছিল তাদের ব্যাগে। হতে পারে তাদের ব্যাগেও পিস্তল ছিল।’

রোকন বলেন, ‘তারা স্বাভাবিকভাবেই হাঁটছিল। এরপর পেছন থেকে একজন ডাকাত বলে তাদের জন্য ইট নিলে তারা তাকে গুলি করতে পিস্তল ঘুরায়। এরপর আর কেউ সাহস করেনি।’

এদিকে দুর্বত্তরা চাপাতি দিয়ে কোপানোর পরেও জুলহাজ কয়েক মিনিট বেঁচে ছিলেন বলে দাবি করেছেন বেনজির নামের তার পাশের বাড়ির এক প্রতিবেশি।

বেনজির বলেন, ‘আছরের নামাজ পড়ে বসলাম, ঠিক এমন সময়েই পাশের বাসায় বাঁচাও, বাচাও বলে চিৎকার শুনতে পাই। এরপর যেয়ে দেখি ২টি ক্ষত-বিক্ষত দেহ পড়ে আছে সেখানে।’

তিনি বলেন, ‘দরজার সাথে ছিল জুলহাজ সাহেবের ক্ষত-বিক্ষত দেহ। একটু ভেতরেই ছিল তার বন্ধুর মরদেহ। জুলহাজ সাহেবের মা তখন আর্তনাদ করছিল, আমার ছেলে বেঁচে আছে। তাকে হাসপাতালে নিয়ে চল।’

প্রথমে উপস্থিত সবাই ভয়ে জুলহাজের ক্ষত-বিক্ষত দেহ স্পর্শ করেনি জানিয়ে তিনি বলেন, ‘জুলহাজ সাহেব তখনও বেঁচে ছিলেন, তার হাত-পা নড়ছিল তখন।’

তিনি জানান, জুলহাজ এবং তার বন্ধু মাহবুব রাব্বীর চিৎকার শুনেও প্রথমে এগিয়ে আসেননি কেউই। তাদের কুপিয়ে চলে যাওয়ার পরেও ওই ভবনের উপর এবং নিচ তলা থেকে কেউ আসছিল না ভয়ে।

তিনি বলেন, ‘এর আগে দারোয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ফ্ল্যাটের দরজার সাথে। এরপর আমরা তাকে হাসপাতালে পাঠাই।’
বেনজির জানান, সবাই প্রথমে মনে করেছিল ওই ভবনে ডাকাত ঢুকেছে। তাই ভয়ে কেউই যায়নি প্রথমে। এরপর ডাকাত চলে গেছে শুনে সবাই যেতে থাকেন ওই ফ্ল্যাটে।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের ৩৫/এ আছিয়া নিবাসের বাসায় ঢুকে সমকামীদের অধিকার–বিষয়ক সাময়িকী ‘রূপবান’ র সম্পাদক জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বত্তরা

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ