‘ফিশিং স্ক্যাম’ ব্যবহার করে একাধিক তারকার নগ্ন ছবি ফাঁস করেছিলেন ইনি!

হ্যাক করে তারকাদের নগ্ন ছবি চুরি করার কথা স্বীকার হ্যাকারের। আর তার তাকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার পেনসিলভানিয়ার ৩৬ বছর বয়সী রায়ান কলিন্স নামের এই ব্যাক্তি দুই বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে তারকাদের নগ্ন ছবিগুলি চুরি করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল।
বিবিসি জানাচ্ছে, তারকাদের পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং তাদের আইক্লাউড ও জিমেল অ্যাকাউন্টে অ্যাকসেস পেতে রায়ান ‘ফিশিং স্ক্যাম’ ব্যবহার করেছেন।
ফিশিং এমন এক পদ্ধতি যার মাধ্যমে পরিচয় নকল করে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করা যায়। এই ধরনের ফাঁদে অ্যাকাউন্টের মালিক সাধারণত পরিচয় যাচাই না করেই বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নম্বর প্রকাশ করে ফেলেন। আর এই পদ্ধতিতেই রায়ান হ্যাক করে ছবি সংগ্রহ করলেও সেগুলো ইন্টারনেটে পোস্ট করেছেন এমন কোনও প্রমাণ মেলেনি। তবে হ্যাকিংয়ের দায়ে আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে ৫০টি অ্যাপল আইডি এবং ৭২টি জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস। ওই হ্যাকে অভিনেত্রী জেনিফার লরেন্স, কেইলি কুওকো এবং কারস্টেন ডানস্ট-এর মতো তারকাকে টার্গেট করা হয়। সে সময় হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স হ্যাকিংয়ের এই ঘটনাকে ‘যৌন অপরাধ’ বলে অভিহিত করেন।
তদন্তে এফবিআই প্রমাণ পেয়েছে যে রায়ান তারকাদের পাঠানো ‘ফিশিং’ ইমেলগুলোর সঙ্গে জড়িত ছিলেন। ইমেলগুলো অ্যাপল ও গুগলের মতো বৈধ সংস্থাগুলির নামে পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল অভিনেত্রীরা যেন তাদের পাসওয়ার্ড সরবরাহ করেন। এভাবে ফিশিং ইমেল পাঠিয়ে কলিন্স অভিনেত্রীদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। সেই ছবিগুলো ফোরচ্যান এবং রেডিটের মতো সাইটে পোস্ট করা হয়েছিল। তবে পরে রেডিট এমন ছবিযুক্ত পোস্টগুলো ব্যান করে দেয়। আপাতত কলিন্সকে পেনসিলভেনিয়ার ফেডারেল কোর্টে পাঠানো হয়েছে এবং এরপরে তাকে জেলে নিয়ে যাওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন