ফুঁ দেয়ামাত্র উধাও ৩৯ হাজার টাকা!
মৌলভীবাজারের বড়লেখায় ফের দরবেশ বাবার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এবার প্রকাশ্য দিবালোকে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নামামাত্রই দরবেশ বাবা টাকা বৃদ্ধি করার কথা বলে ৩৯ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
সূত্র জানায়, পৌর শহরের আব্দুল আলী ট্রেড সেন্টারস্থ ইসলামী ব্যাংক শাখা থেকে সৌদিপ্রবাসী স্বামী কাজী মামুন আহমদের পাঠানো ৩৯ হাজার টাকা উত্তোলন করে নিচে নামেন সদর ইউপি’র জফরপুর গ্রামের কাজী হুমায়রা বেগম (৩৮)।
নিচে নামামাত্র অপরিচিত বয়স্ক এক ব্যক্তির সাথে দেখা হয় ওই মহিলার। অপরিচিত ব্যক্তিটি নিজেকে দরবেশ বাবা পরিচয় দিয়ে বলে ‘তোমার অনেক সমস্যা আছে ও টাকার খুব দরকার’ তোমার ব্যাগে ৩৯ হাজার টাকা আছে’ এবং আমার কাছে দিলে আমি তা বৃদ্ধি করে দিবো। এরপর ফুঁ দিয়ে কি যেন পড়ছিল। মহিলাটি কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগটি নিয়ে উধাও হয়ে যায় ওই দরবেশ। হুশ ফিরে এলে তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ততক্ষণে দরবেশ বাবা লাপাত্তা।
উল্লেখ্য, গত বছরের শেষদিকে অন্তত ১০ জন মহিলার কাছ থেকে দরবেশ বাবা ফুঁ দিয়ে বিভিন্ন পরিমাণের প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়। এসব নিয়ে মিডিয়ায় লেখালেখি এবং থানা পুলিশের তৎপরতা বৃদ্ধির কথা বলা হলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিছু দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ঘটলো এ ঘটনা। এ বিষয়ে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন
মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন
মৌলভীবাজারে টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু
টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে ট্যাংকিতে পড়ে জাকির হোসেন (২৪)বিস্তারিত পড়ুন