ফুটপাতের দোকানে দোকানে শুভ-তিশা (ভিডিও সহ)

নগরীর পথে পথে ঘুরছেন এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তিশা। কোনো চলচ্চিত্রের শুটিংয়ে না, বাস্তবেই ঘুরে বেড়াচ্ছেন এই জুটি। মূলত চলচ্চিত্রের প্রমোশনের জন্য রাজধানীর বিভিন্ন লোকেশনে যাচ্ছেন তারা।
আগামী ৬ মে সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে শুভ-তিশা অভিনীত অস্তিত্ব চলিচ্চিত্রটি। অনন্য মামুন পরিচালিত এই চলচ্চিত্রের মুক্তিকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে খবর পৌঁছাতেই মাঠে নেমেছেন অস্তিত্ব চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
রোদ বৃষ্টি মাথায় নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর টিএসসি, মধুর ক্যান্টিন, সংসদ ভবনসহ বিভিন্ন এলাকায়। এ সময় তারা সাধারণ মানুষের হাতে ও বিভিন্ন জায়গায় চলচ্চিত্রটির পোস্টার সাঁটিয়েছেন। শুভ তিশার ভক্তরা তাদের প্রিয় তারকাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছেন।
আর আজ ২ মে সোমবার, পরিচালক অনন্য মামুন তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাদের এ প্রচারণার একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ফুটপাতের দোকানে দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন শুভ ও তিশা। নিজ হাতে দোকানের বিভিন্ন জায়গায় পোস্টারও লাগাচ্ছেন তারা।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এ চলচ্চিত্রের গান। এখন চলছে নানা মাধ্যমে প্রচারণা। এই চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তিশার। এতে শুভ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন- নিজুম রুবিনা, সূচরিতা, সুজাতা আজিম, কাবিলা প্রমুখ।
বুদ্ধি প্রতিবন্দী এক কিশোরীর অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কাহিনি দেখা যাবে এ চলচ্চিত্রে। এর গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। গত ৫ সেপ্টেম্বর সিলেটের শ্রীমঙ্গলে এর শুটিং শুরু হয়। সম্প্রতি চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
ড্রিমবক্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন কার্লোস সালেহ। বিশ্ব পরিবেশনায় রয়েছে অ্যাকশন কাট লিমিটেড।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন