ফুটবলার বানাতে ছেলেকে চাপ দেবেন রোনালদো!
ছেলেকে ফুটবল মাঠেই দেখতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোলরক্ষক হিসেবে কখনও নয়। রিয়াল মাদ্রিদের পুর্তগিজ তারকা চান তার ছেলে স্ট্রাইকার হবে। যেমনটি তার বাবা।
সাম্প্রতিক ফুটবল দুহাত ভরে দিচ্ছে রোনালদোকে। পর্তুগালের হয়ে ইউরো, রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ জিতেছেন ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি অর। সবমিলে দারুণ কেটেছে রোনালদোর ২০১৬।
মিশরের এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো তার ছেলেকে পেশাদার ফুটবলার বানানোর কথা বলেছেন,‘ অবশ্যই আমি চাইব আমার ছেলে তার বাবার মতই ফুটবলার হোক। আমি জানি এটা খুব বড় চ্যালেঞ্জ। মোটেও সহজ নয়। তবে ওর যা ইচ্ছা ও সেটাই করবে। আমি ওর ওপর কোন কিছু চাপিয়ে দেব না।’
তবে ছেলেকে ফুটবলের দিকে ঝুঁকতে কিছুটা চাপ দিবেন বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন,‘ ফুটবলার হওয়ার জন্য আমি কিছুটা চাপ দেব। তবে গোলরক্ষক হিসেবে নয়। আমি চাই ও স্ট্রাইকার হোক। কিন্তু শেষ পর্যন্ত ও যেটা চাইবে তাই হবে। ওটা নিয়ে আমার বিশেষ চিন্তা নেই।’
ছয় বছরের জুনিয়র রোনালদো এরই মাঝে ফুটবল পাঠ শুরু করে দিয়েছেন। বাবার সঙ্গে ফ্রি কিকের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমকে আলোড়িত করেছে। রিয়ালে রোনালদোর সাপ্তাহিক বেতন তিন লাখ ৬৫ হাজার পাউন্ড। নাইকি তাকে বছরে দেয় সাড়ে সতের মিলিয়ন পাউন্ড।
নাইকি এও জানিয়েছে যে, রোনালদোর সঙ্গে তাদের সারাজীবনের চুক্তি থাকবে। তবে এসব নিয়ে পড়ে না থেকে নিজের সেরাটা সবসময় দিতে চান রোনালদো। যাতে তার উপার্জনের যোগ্যতা নিয়ে প্রশ্ন না ওঠে,‘আমি আরও কয়েক বছর খেলব। এই বয়সে এত বড় চুক্তি স্বাক্ষর করা আশির্বাদের মত। এটা আমার জন্য বড় অনুপ্রেরণাও।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন