ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা

৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগ। আজ বুধবার সকাল ৮টায় দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন কেন্দ্রীয় নেতারা। এরপর একে একে ঢাকা মহনগর দক্ষিণ, মহানগর উত্তর যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহিলা যুবলীগের নেতাকর্মীরাও পুষ্পমাল্য অর্পণ করেন।
ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিতে উপস্থিত ছিলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা উত্তর মহানগরের সভাপতি মাঈনুল হোসেন খান লিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, রফিকুল ইসলাম চৌধুরী, নাসরিন জাহান শেফালিসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকাল ৭টার দিকে দলে দলে যুবলীগ নেতাকর্মীরা দলীয় ব্যানার ও ৪৩তম প্রতিষ্ঠা সফল করার স্লোগান দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন। তবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে মহানগর যুবলীগের দুটি বিবাদমান গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
এসময় এক পক্ষ অপর পক্ষের ব্যানার ও দিতে আসা ফুলের তোড়া কেড়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মহিলা যুবলীগের নেতাকর্মীরা ভয়ে এদিক ওদিক দৌড়ে পালাতে থাকে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া যাওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন