ফেইসবুক গ্রুপ ‘ডেসপারেটলি সিকিং-আনসেন্সরড’র ৩ সদস্য গ্রেপ্তার
বিভিন্ন নারীর ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছেড়ে তাদের হেয় করার অভিযোগে ফেইসবুক গ্রুপ ‘ডেসপারেটলি সিকিং-আনসেন্সরড’র ৩ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
তারা হলেন- তৌহিদুল ইসলাম অর্ণব (১৯), জুবায়ের আহম্মেদ (২১) ও মো. আসিফ রানা (১৮)।
রাজধানীর পান্থপথের একটি ফ্ল্যাটের ষষ্ঠ তলা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, “তারা দেশের প্রতিষ্ঠিত ব্যক্তি, অভিনেতা-অভিনেত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মেয়েদের অনলাইনে লাঞ্ছনার শিকার করে আসছিলেন।”
তারা যে কোনো অপরিচিত মানুষের ছবি, গোপনে ধারণকৃত ভিডিও লিংক ফেইসবুকে শেয়ার করে তাতে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, “গ্রেপ্তাররা বহু সমালোচিত Desperately Seeking- Uncensored (DSU) গ্রুপ এর সক্রিয় সদস্য।”
এই ‘ক্লোজ গ্রুপের’ সদস্য সংখ্যা এক লাখ ২২ হাজার, যার প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ রাউল চৌধুরী বলে পুলিশ জানায়।
সম্প্রতি এই গ্রুপটি ঢাকা মেডিকেল কলেজে পড়ুয়া এক তরুণীর ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে তুলে দিয়েছিল বলেও ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
পুলিশ বলছে, এই ফেইসবুক গ্রুপটি সম্পর্কে বিভিন্ন ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে সংবাদ সম্মেলনে জানান পুলিশ কর্মকর্তা বাতেন।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ কমিশনার শেখ নাজমুল আলম, মাশরুকুর রহমান খালেদ, সাজ্জাদুর রহমান, খন্দকার মো. নুরুন্নবী, ও উপ কমিশনার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন