ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সোহেল কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল (৩৪) ওই এলাকার জাফর উল্লার ছেলে। সে এলাকায় ‘রুটি সোহেল’ নামে পরিচিত।
আজ সকালে র্যাব-৭ ফেনী সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম দাবি করেন, আজ ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের টহল দল সেখানে পৌঁছায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সোহেল নিহত হয়।
র্যাব কর্মকর্তা আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
র্যাব জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ছয়/সাতটি মামলা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে
ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০)বিস্তারিত পড়ুন
ফেনীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকত্রী গ্রেপ্তার, মামলা
ফেনীতে শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আফরোজা বেগমকেবিস্তারিত পড়ুন
অনার্স পড়ুয়া ছাত্রী ধর্ষণ অফিস সহকারী হাতে
ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষ্ণবিস্তারিত পড়ুন