ফেনীতে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা
ফেনীতে দুই শিশুকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। সোমবার সন্ধ্যায় শহরের পশ্চিম উকিলপাড়ায় তালাবদ্ধ বাসার দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, দুই সন্তানকে হত্যার পর মুক্তা আত্মহত্যা করেছেন।
সূত্র জানায়, শহরের উকিলপাড়ায় কমিশনার মোশাররফ হোসেনের পুরাতন বাড়ির আবদুর রব মুনাফের বাসার নিচতলায় সন্তানদের নিয়ে থাকতেন ইতালি প্রবাসী ছিদ্দিক আহম্মদের স্ত্রী মর্জিনা আক্তার মুক্তা (২৬)। তাদের দুই সন্তান ফাহিম (৯) ও মাহিম (৫)। ফাহিম স্থানীয় সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না মুক্তার। তাদের পরিবারে কলহ লেগেই থাকতো। সোমবার দুপুরের পর ওই বাসা থেকে কেউ বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। একপর্যায়ে ফেনী মডেল থানা পুলিশকে খবর দিলে দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিভাবে তারা আত্মহত্যা করেছেন এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে
ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০)বিস্তারিত পড়ুন
ফেনীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকত্রী গ্রেপ্তার, মামলা
ফেনীতে শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আফরোজা বেগমকেবিস্তারিত পড়ুন
ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্তবিস্তারিত পড়ুন