ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ফেনীর সোনাগাজী থানার চরচান্দিয়া গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গাব্বা মাসুদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের ভাষ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু গাব্বা মাসুদ তাঁর ১০-১২ জন সহযোগী নিয়ে চরচান্দিয়া এলাকার সৌদি প্রবাসী এনামুল হক ড্রাইভারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল সেখানে যায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায় । এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও মাসুদ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
র্যাব-৭ ফেনী সিপিসি ১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি শুটার গান, দুটি পিস্তল ও চারটি তাজা বুলেট উদ্ধার করে র্যাব।
র্যাবের এ কর্মকর্তা জানান, মাসুদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির ১০ টি মামলা রয়েছে। গত ৪ জুন ফেনীর সোনাগী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নূর হোসেন সিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ যুবদলের কর্মী। তিনি খুরশীদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে
ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০)বিস্তারিত পড়ুন
ফেনীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকত্রী গ্রেপ্তার, মামলা
ফেনীতে শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আফরোজা বেগমকেবিস্তারিত পড়ুন
ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্তবিস্তারিত পড়ুন