শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল নর্থ সাউথের ছাত্র অর্ক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ রউফ ওরফে অর্ক গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

বুধবার বিকেলে তার বাবা ও মার্কিন দূতাবাসের কর্মকর্তা তৌহিদ রউফ হাসপাতালের মর্গে আসেন। ৯ জঙ্গির মধ্যে অর্কের লাশ আছে কিনা খোঁজ করেন। র‌্যাবের সর্বশেষ তালিকার ২ নম্বরে অর্কের নাম এবং ছবি আছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ‘ওই ব্যক্তি (তৌহিদ রউফ) এসেছিলেন। কল্যাণপুরে নিহত জঙ্গিদের মধ্যে তার ছেলের লাশ আছে কিনা তিনি শনাক্ত করতে চান। কিন্তু তার আগে তাকে ছবি নিয়ে আসতে বলা হয়েছে। একই সঙ্গে নিহতদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হতে হবে বলে তাকে জানানো হয়। একই সঙ্গে পুলিশের অনুমতি নিয়ে লাশ শনাক্তের কথা বলা হয়েছে।’তবে বেরিয়ে যাওয়ার সময় তৌহিদ রউফ মিডিয়ার সঙ্গে কথা বলেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তৌহিদ রউফ আমেরিকান দূতাবাসের থার্ড কাউন্সিলর। বাসা নম্বর ৩০৪, রোড ১০, ব্লক সি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। ছেলের সন্ধান চেয়ে তিনি গত ৬ ফ্রেব্রুয়ারি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সেখানে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র অর্ক ৫ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। সম্ভাব্য স্থানে খোঁজা হলেও তার সন্ধান মিলছে না।

এদিকে চলতি সপ্তাহে র‌্যাব কর্তৃক নিখোঁজের তালিকা হালনাগাদ করে প্রকাশ করা হয়। ৬৮ জনের নামের মধ্যে অর্কের নাম দুই নম্বরে রয়েছে। একই সঙ্গে তার ছবিও দেওয়া হয়। সে জঙ্গি সংগঠনে নাম লেখাতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সন্দেহ করছে। কেননা ইতিমধ্যেই এ ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের জঙ্গি সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েছে পুলিশ। এর মধ্যে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কয়েকজন মারা গেছে। বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, শিক্ষককেও আটক করেছে পুলিশ। তবে বুধবার পর্যন্ত নিহত ৯ জঙ্গির মধ্যে তার লাশ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

অর্কের বাবা জিডির প্রসঙ্গ তুলে ধরে ভাটারা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশি হলেও সে আমেরিকারও নাগরিক। নিখোঁজের পর সম্ভাব্য অনেক স্থানে খোঁজ করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। একই সঙ্গে নিখোঁজের দিন থেকে সে বিশ্ববিদ্যালয়েও যায় না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

প্রতীকী ছবি

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত

নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা