ফেরদৌসের সঙ্গে থাকতে পারেন জয়া!
আবারও চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী জয়া আহসান, ছবির নাম ‘নাল কাহই’। এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে চলতি বছরের মার্চ মাস থেকে। ছবিটি পরিচালনা করছেন আবির খান। এর আগে ২০১১ সালে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’ ছবিতে এই দুই তারকাকে এক সঙ্গে দেখা গিয়েছিল।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘ছবির গল্পটা অনেক সুন্দর, একেবারেই গ্রামীণ পটভূমি নিয়ে তৈরি হবে ছবিটি। গল্পটা শোনার পর থেকেই আমার মনে হচ্ছিল এই ধরনের কাজের জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছি। একসময় মানুষ সুজন-সখির মতো ছবি দেখেছে, যা এখনো দেখতে চায়। আমার মনে হয় চলচ্চিত্রের যে খারাপ অবস্থার কথা আমরা বলি তা আমরাই তৈরি করেছি। আমরা যেমন নকল বা বিদেশি গল্পের পেছনে দৌড়াচ্ছি আর দর্শক হল ছেড়ে দৌঁড়ে পালিয়েছে। মানুষ তার নিজের গল্পই চলচ্চিত্রে দেখতে চায়। নিজের পরিবেশ, সংস্কৃতি দেখতে চায়। হাফপ্যান্ট আর রক সংগীত আমরা যতই করি না কেন, তাদের মতো করতে পারব না। ছবিতে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি, তবে পরিচালক আমাকে জানিয়েছেন এ বিষয়ে তিনি কথা বলেছেন জয়ার সাথে।’
ফেরদৌস এরইমধ্যে পরিচালক আবির খানের প্রথম সিনেমা ‘পোস্টমাস্টারে’ অভিনয় করেছেন। আগামী মার্চে এই ছবি মুক্তি দিতে চান ছবির প্রযোজক নায়ক ফেরদৌস। ফেব্রুয়ারির মধ্যে এই ছবির কাজ শেষ হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন