ফেরি থেকে ইটবোঝাই ট্রাক পড়লো খেয়ার ওপর, নিখোঁজ ৩, আহত ২০
পটুয়াখালীর কলাপাড়ায় ফেরিতে উঠতে গিয়ে ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী খেয়ার ওপর পড়ে যাওয়ায় অর্ধশত যাত্রীসহ খেয়াডুবির ঘটনা ঘটেছে। ঘটনার পর খেয়ার যাত্রী সামিয়া (৬), নিশাত (১০) ও নিজাম মিয়া (৩৮) নিখোঁজ রয়েছেন। একই সাথে ট্রাকটি আন্ধারমানিক নদে ডুবে যায়।
ট্রাকটি যাত্রীবোঝাই খেয়ার উপর আছড়ে পড়ায় মো. সেলিম (৩০), তার গর্ভবতী স্ত্রী রুবী বেগম (২৭), তাদের ছয় বছরের একমাত্র কন্যা সামিয়া, মোহাম্মদ আলী (৪), ইব্রাহীম (৩৫), আদনান (৩৫), পারভীন বেগম (৩৭), বারেক (৩৫), ফেরদৌস (৭), সেলিম (৩৫), জালাল (৬৫), রঞ্জন (৩০)সহ কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ইব্রাহীম (৩৫) ও বাকের (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল পাঠানো হয়েছে।
কলাপাড়া পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মী এবং নৌবাহিনীর একটি টিম ট্রাক ও ট্রলারটি উদ্ধারে কাজ শুরু করেছে। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে কলাপাড়া পৌরশহরের ফেরিঘাটে ঘটনাটি ঘটেছে।
ফেরিতে নিয়োজিত শ্রমিক মনতোষ হাওলাদার বলেন, ফেরিটি কলাপাড়ার ফেরি ঘাটে ভিড়ানো থাকা অবস্থায় হঠাৎ করে একটি মিনি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খেয়ার ওপর আছড়ে পড়ে। এতে ট্রাক ও খেয়া ডুবে যায়।
কলাপাড়া ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ মো. রেজাউল করীম জানান, ঘটনার পর পরই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। ফায়ারসার্ভিসের ডুবুরি কর্মীদের সংবাদ দেওয়া হয়েছে। তারা পটুয়াখালী থেকে আসলেই ডুবে যাওয়া খেয়া ও ট্রাকটি উদ্ধার কাজ শুরু হবে পুরোদমে।
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, ঘটনার পর পরই কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এখনও সেখানে উদ্ধার অভিযান চলছে। সেখানে পুলিশের একটি টিম মোতায়ন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন