ফের ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’
আগামী বছরের মে মাসে মুক্তি পাচ্ছে, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের নতুন সিক্যুয়াল ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’। এতে রয়েছেন পুরোনো প্রায় সব শিল্পীই। নতুন মুখ সাচা বারন কোচেন। লুইস ক্যারোলের ক্লাসিক গল্পের অনুকরণে, টিম বার্টনের প্রযোজনা আর জেমস বোবিনের পরিচালনায়, পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছে অ্যালিস।
২০১০ সালের ফেরুয়ারিতে মুক্তি পায় শিশুতোষ চলচ্চিত্র “অ্যালিস ইন দ্যা ওয়ান্ডারল্যান্ড”। ছবিটি সহজেই আকর্ষণ করে, শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষকে। বছর পাঁচেক পর, আসছে চলচ্চিত্রটির সিক্যুয়েল- এলিস থ্রু দ্য লুকিং গ্লাস’। পরিচালনায় জেমস বোবিন, প্রযোজক টিম বার্টন।
এবার অ্যালিস ফিরছে লন্ডনে। যেখানে সে খুঁজে পায়, একটি জাদুর আয়না। এতেই সে ফিরে যায়, ওয়ার্ল্ড অফ আন্ডারল্যান্ডে। মিলিত হয় ম্যাড হ্যাটারসহ পুরোনো বন্ধুদের সঙ্গে। হ্যাটারকে বাঁচাতেই, অ্যালিসকে ফের ছুটতে হয় সময় ভ্রমণে।
জনি ডেপ ফিরছেন, ম্যাড হ্যাটারের ভূমিকায়। শেতাঙ্গ রাণি অ্যানে হ্যাথওয়ে আর লাল রাণির ভূমিকায় থাকছেন হেলেনা বোনহ্যাম। সাদা খরগোশ মাইকেল শিন, বেইয়ার্ড চরিত্রে টিমোথি স্প্যাল। রয়েছেন বাকী পুরোনো সব শিল্পীই। নতুন মুখ, সাচা বারন কোচেন। ২০১৬ সালের মে মাসেই বিশ্বজুড়ে মুক্তি পাবে, অ্যালিস থ্রু দ্যা লুকিং গ্লাস।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন