বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের আইএসের হামলা, এবার নিহত ১৪০

ইরাকের মসুল শহর থেকে বেসামরিক নাগরিকরা প্রাণভয়ে পালিয়ে যাওয়ার সময়ে গত কয়েকদিনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় প্রায় ১৪০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইএস তাদের নির্মমতা প্রকাশ করতে নিহতদের বেশ কয়েকজনের লাশ বৈদুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখে। কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে।

প্রাচীন এই শহরটি আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করতে তীব্র বাধার সন্মুখীন হয় ইরাকি বাহিনী। প্রায় তিন বছর আগে মসুলের পুরনো অংশের আল নুরি মসজিদ থেকেই নিজেদের খিলাফতের ঘোষণা দিয়েছিল আইএস। ইরাকি বাহিনীর অভিযানের মুখে এখন আইএস জঙ্গিরা ক্রমেই পুরনো শহরের দিকে পিছিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত নুরি মসজিদ ও এর আশপাশের গলি, ঘুপচিগুলোতে জঙ্গিদের সঙ্গে সৈন্যদের তুমুল যুদ্ধ হবে।

কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, শহর ছেড়ে পালানো চেষ্টাকালে সোম ও মঙ্গলবার দুই দিনে জঙ্গিদের হামলায ওই নিহতের ঘটনা ঘটে। শুধু তারা তাদের মেরেই ক্ষান্ত হচ্ছে না। বিভিন্নভাবে লোমহর্ষক ঘটনাও তারা ঘটাচ্ছে। কেউ কেউ বলছেন, আইএস তাদের নিষ্ঠুরতা প্রকাশ করতে বহু মৃতদেহ বৈদ্যুতিক খুঁটিতে পর্যন্ত ঝুলিয়ে রেখেছে।

নূরি মসজিদের কাছে বসবাসরত স্থানীয় এক ব্যক্তি জানান, আইএস যেভাবে হত্যাকাণ্ডের পর বর্বরতা চালাচ্ছে তা আগের সবসময়ে নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি টেলিফোনে জানিয়েছেন, তার তিন আত্মীয়কে মারার পর দেহের কয়েকটি খণ্ডিত অংশ তেনেক জেলায় বিদ্যুতের তারের সঙ্গে ঝুলিয়ে রাখে আইএস।

তিনি বলেন, আমরা জানি না আমাদের কি হবে। তবে আমরা যে কোনো সময় তাদের হাতে ধরা পড়ে প্রাণ হারাতে পারি। তিনি বলেন, এ ঘটনার পর তিনি তিন তরুণকে ধরে নিয়ে যেতে দেখেছেন। শাওয়ান জেলার অন্য আরেক অধিবাসী জানান, আইএস একই পরিবারের ছয়জনকে হত্যা করেছে। এর মধ্যে একজন বৃদ্ধাও রয়েছেন।

ইয়ারমুক জেলার এক নারী জানান, স্বামী ও সন্তানসহ একটি দলের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় কোনোরকম তারা প্রাণে বেঁচে এসেছেন। নিরাপত্তা বাহিনীর এলাকায় এসে তিনি বলেন, “তারা আমাদের ব্যাগ ছিনিয়ে নিয়ে সেগুলোতে অর্থ ও সোনা আছে কি না দেখতে শুরু করে, এই ফাঁকে ঘন অন্ধকারের সুযোগ নিয়ে কোনোভাবে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। আমি জানি না অন্যদের ভাগ্যে কী জুটেছে। তবে তাদের ভাগ্যে যে খারাপ কিছু ঘটবে তার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ