ফের আয়লান, সমুদ্র সৈকতে ভেসে উঠল ৪ বছরের মেয়ের দেহ
আরও এক আয়লানের গল্প। ফুঁসে ওঠা সমুদ্রের সঙ্গে যুদ্ধে হার মানতে হল আরও এক শিশুকে। আজ পশ্চিম তুর্কীর ইজমির প্রদেশে সিসমের কাছে আইগিয়ান শহরের ধারে সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে চার বছরের একটি সিরিয় মেয়ের দেহ। তাঁর পরিচয় জানা গিয়েছে। একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ জন সিরিয়কে নিয়ে আশ্রয়ের আশায় গ্রিসের উদ্দেশ্যে যাচ্ছিল ওই শরণার্থীদের নৌকা। হঠাত দুর্ঘটনার কবলে পড়ে সেটি। কিন্তু তুর্কী উপকূল রক্ষী বাহিনীর সহায়তায় উদ্ধার হয় ১৪ জনই। তাঁদের মধ্যে ছিল ৮ টি শিশু। কিন্তু জীবিত উদ্ধার করা যায়নি ওই বাচ্চা মেয়েটিকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সমুদ্র উপকূলে বালির ওপর আয়লান কুর্দির নিথর দেহ দেখে শোকে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। দক্ষিণ-পশ্চিম তুরস্ক থেকে গ্রিসের কোস দ্বীপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে যায় দু’টি নৌকো। আয়লানের সঙ্গে ডুবে মৃত্যু হয় আরও চার শিশুর। তার মধ্যে ছিল আয়লানের ভাইও। ঢেউয়ের তোড়েই আয়লানের দেহ একসময় পৌঁছোয় সমুদ্রতটে।
আয়লানের পরিবার গত বছরই সিরিয়ার কোবানি থেকে পালিয়ে তুরস্কে যায়। সেখান থেকেই তারা আশ্রয়ের আশায় গ্রিসের দিকে পাড়ি দেয়। কিন্তু, সেই গন্তব্য আর দেখা হল না আয়লানের।
গৃহযুদ্ধের জেরে ভিটেছাড়া সিরিয়ার নাগরিকরা এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়া আসা করে। কুর্দির নিথর শরীরে ছবি যেন সিরিয়াবাসীর সেই সঙ্কটের প্রতীক হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। এবার সেই তালিকায় এই ৪ বছরের মেয়েটিও।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন