ফের একই মাঠে নিউজিল্যান্ডকে হারাতে পারবে কি টাইগাররা?
নিউজিল্যান্ডের কার্ডিফের সুফিয়া গার্ডেনে বাংলাদেশের একটি সুখস্মৃতি রয়েছে। আর এই সুখস্মৃতিটা হচ্ছে ২০০৫ সালে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের একমাত্র জয়টি এসেছিল।
১২ বছর পর আবারও একই মাঠে ব্ল্যাক ক্যাটদের হারাতে পারবে কি টাইগাররা। কারণ টাইগাররা যদি তাদেরকে হারাতে পারে তাহলে বাংলাদেশকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দেখা যেতেও পারে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে প্রথম ম্যাচে ৩০০-র অধিক রান করেও বাংলাদেশকে হারতে হয় ইংল্যান্ডের কাছে। যদিও এদিন ব্যাটিংয়ে তামিম-মুশফিকরা জ্বলে উঠলেও বোলাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার সম্ভাবনা থাকলেও বৃষ্টির সুবাদে সৌভাগ্যক্রমে ১ পয়েন্ট পেয়ে যায় টাইগাররা।
এজন্য কার্ডিফের সুফিয়া গার্ডেনে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। কারণ ম্যাচটি জিততে পারলে হয়তো বা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও দেখা যেতে পারে টাইগারদের।
এ কারণে ক্রিকটে বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে ব্যটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে উঠতে হবে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ২০০৫ সালের ওই সুখস্মৃতিটা বাংলাদেশ টিমকে ভালো খেলার অনুপ্রেরণা জোগাতে পারে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে।
আজ শুত্রুবার দুপুর সাড়ে তিনটায় নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন