ফের একসঙ্গে ‘বাহুবলী’ ও ‘দেবসেনা’?

এই মুহূর্তে দেশের অন্যতম হার্টথ্রব নায়কের নাম প্রভাস। সৌজন্যে বাহুবলী ২ । বাহুবলী এবং বাহুবলী ২ –তে অভিনয় করে দেশের মানুষের মনে অন্যরকম জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তাঁকে ঘিরে এখন উন্মাদনা চরমে।
তবে প্রভাস একা নন। তাঁর সঙ্গে জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন দেবসেনা অনুষ্কা শেঠ্ঠিও। বাহুবলী ২ ছবিতে প্রভাস এবং অনুষ্কার রোম্যান্টিক কেমিস্ট্রি দর্শকদের খুবই পছন্দ হয়েছে।
তাঁরা ফের এই জুটিকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। আর দর্শকদের মনের সেই ইচ্ছা এবার পূর্ণ হতে চলেছে। ফের একসঙ্গে রুপোলি পর্দা কাঁপাতে আসছেন তাঁরা।
কয়েকদিন ধরেই ‘শাহু’ নামের একটি ছবি নাম বারবার আলোচনায় উঠে আসছে। ছবিতে নায়কের ভূমিকায় থাকতে চলেছেন ‘বাহুবলী’ প্রভাস । তবে নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে।
প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিতে নায়িকার ভূমিকায় থাকতে চলেছেন ক্যাটরিনা কাইফ । কয়েকবার শ্রদ্ধা কাপুর এবং দিশা পাটানির নামও শোনা গিয়েছিল।
এবার শোনা যাচ্ছে, কোনও বলিউড ডিভা নন, প্রভাসের বিপরীতে এই ছবিতে থাকতে চলেছেন ‘ দেবসেনা ’ অনুষ্কা শেঠ্ঠিই। অর্থাত্, ‘বাহুবলী এবং দেবসেনা’-র সেই ম্যাজিক কেমিস্ট্রি আবার দেখতে পাবেন দর্শকেরা। যদিও সরকারিভাবে ছবির পরিচালক কিংবা প্রযোজকদের কাছ থেকে কিছুই ঘোষণা করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন