ফের জাতীয় দলে ফিরছেন সেই শাহরিয়ার নাফিস!
জাতীয় দলে পুরোনোদের ফেরানো নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমদ। ফারুক আহমদ সবার আগেই বলেন শাহরিয়ার নাফিসের নাম। ফের জাতীয় দলে ফিরছেন সেই শাহরিয়ার নাফিস!
২০১৩ সালের পর আর জাতীয় দলে খেলেননি তিনি। তবে ছেড়ে দেননি হাল। অনুশীলন করেছেন এবং জাতীয় লিগে ভালো পরফর্ম করেছেন নাফিজ।
ফারুক আহমদ বলেন, দেশকে অনেক কিছু দেয়ার রয়েছে নাফিসের। সবকিছু শেষ হয়ে যায়নি। ফারুক আহমদ বলেন, বেশ অভিজ্ঞ এ ওপেনার ব্যাটসম্যান।
নাফিসের পর জুনায়েদ সিদ্দিকি ও রকিবুল হাসানের কথা বলেন তিনি। নাফিস দলে ফিরলে ভালো হবে বলে মন্তব্য করেন এ নির্বাচক।
প্রসঙ্গত মোট ৭৫ ওয়ানডে ম্যাচে নাফিসের মোট রান ২২০১, গড় ৩১.৪৪। সেঞ্চুরি রয়েছে ৪টি, হাফসেঞ্চুরি ১৩ টি। অন্যদিকে তামিম ইকবালের গড় রান ৩১.৬৩।
১৫৩ ম্যাচে তামিমের মোট রান ৪৭১৩। তামিমের সেঞ্চুরি ৬টি। হাফসেঞ্চুরি ৩২টি। দুই জনের গড় সমানে সমান। ওপেনার হিসেবে এই জন ফের মাঠে নামলে সুফল বয়ে আসতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন