ফের পরিচালনায় আমিরের স্ত্রী কিরণ
বলিউডে কিরণ রাও প্রযোজক হিসেবেই পরিচিত। বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রের এই প্রযোজক নিজেই চলচ্চিত্র পরিচালনার পরিকল্পনা করছেন। যদিও এর আগে তিনি একটি ছবি পরিচালনা করেছেন। ‘ধোবি ঘাট’ নামে ছবিটি তিনি নির্মাণ করেছিলেন ২০১১ সালে, যেটি বেশ প্রশংসাও পেয়েছিল। এরপর তাঁকে প্রযোজক হিসেবে দেখা গেলেও পরিচালক হিসেবে দেখা যায়নি।
দীর্ঘ বিরতির পর কিরণ রাও কিংবদন্তি শিল্পী গওহরজানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান। গওহরজান কলকাতায় প্রথম গ্রামোফোন রেকর্ডের প্রথম শিল্পী ছিলেন। এ সম্পর্কে তিনি বলিউড হাঙ্গামাকে জানান, ‘কয়েক বছর ধরে আমি গওহরজানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের চিন্তা করছি। আমি একটি সুন্দর চিত্রনাট্য তৈরির চেষ্টা করছি। তাঁর জীবন খুবই মজার। অনেক মানুষ তাঁর সম্পর্কে জানে না।’
বলিউডে বায়োপিক চলচ্চিত্র কেন জনপ্রিয়? এমন প্রশ্নের জবাবে কিরণ বলেন, ‘জীবনীভিত্তিক ছবি বেশ মজাদার। জীবিত মানুষের জীবনী নিয়ে খুব কম ছবি নির্মিত হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে মৃত মানুষের জীবনী নিয়ে ছবি নির্মাণ করা হয়। দর্শক এসব উপভোগ করে। সে কারণে বায়োপিক জনপ্রিয়।’
গওহরজানের জীবনী নিয়ে চলচ্চিত্রের কাজ কবে আরম্ভ করবেন, তা জানাননি। তবে সহসাই যে কাজ শুরু হচ্ছে না, এটা পরিষ্কার। কিরণ রাও প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন যে তাঁর কাজ আপাতত গবেষণার পর্যায়ে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন