ফের পাকিস্তানের মাটিতে বসছে আন্তর্জাতিক ক্রিকেট, সফরের প্রস্তাব দিয়েছে যে দেশ
কয়েকদিন আগে পাকিস্তানের মাটিতে হয়েছে পিএসএলের ফাইনাল। শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। ২০১৪ সালে পাকিস্তান সফরে গিয়ে বন্ধ দরজা খুলে দেয় জিম্বাবুয়ে। ফের পাকিস্তানের মাটিতে বসছে ক্রিকেট।
যদিও তাতে লাভ হয়নি খুব একটা, জিম্বাবুয়ের সফরের পর আর কোনো দলই পাকিস্তানে গিয়ে খেলতে চায়নি। মাঝখানে বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে আলোচনা উঠলেও দেশের উচ্চ আদালতের নির্দেশে তা বাতিল করা হয়।
তবে আবারো পাকিস্তান সফরে যেতে আগ্রহ প্রকাশ করে নতুন করে খবরের শিরোনামে পরিণত হয়েছে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে! সম্প্রতি দেশটির ক্রীড়ামন্ত্রী মাখোসিনি এশিয়া সফরের প্রাক্বালে পাকিস্তানে তাদের জাতীয় দলের খেলার আগ্রহের কথা জানান।
গুঞ্জন সত্যি হলে খুব শিগগিরই পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে দেখা যেতে পারে জিম্বাবুয়েকে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কথা জানিয়ে জিম্বাবুইয়ান ক্রীড়ামন্ত্রীর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের দেয়া নিরাপত্তায় বিশ্বাস রাখা হচ্ছে। তাদের সরকার নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজী নয়। তাদের পরিস্থিতি দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে।’
এর আগে ২০১৪ সালে পাকিস্তান সফরে আসা জিম্বাবুয়ে দলকে অনুমতি দেয়নি দেশটির সরকার। অনুমতি ব্যতীত সফর করায় তাদের বোর্ডের তৎকালীন চেয়ারম্যান উইলসনকে পরবর্তীতে বরখাস্ত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন