মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ফের বাড়ছে বিদ্যুতের দাম, ভুগবে সাধারন মানুষ!

গ্রাহক পর্যায়ের গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ বিক্ষোভ এখনো থামেনি। এর মধ্যেই আরেক দফা বিদ্যুতের দাম বাড়াতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বুধবার এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে আরইবি। আরইবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিটি কমিশনে পৌঁছেছে বলে বিইআরসি’র সূত্র নিশ্চিত করেছে।

আরইবি বলছে, বিদ্যুতের নতুন দাম ঘোষণার সময় একটি ধাপের ইউনিট প্রতি (কিলোওয়াট/ঘণ্টা) দাম কমানো হয়েছে। অন্যদিকে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর হয়েছে। এতে বছরে ৯০২ কোটি টাকা ক্ষতি হবে বলে দাবি করেছে সংস্থাটি।

খাত সংশ্লিষ্টদের দাবি, এমনিতেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন ছিল না। বিশ্ব বাজারে জ্বালানি তেলে দাম কমায় বিদ্যুতের উৎপাদন খরচ কম। এছাড়া জ্বালানি তেল বিক্রি করে সরকার বছরে কয়েক হাজার কোটি টাকা লাভ করছে। সেখানে নতুন ভাবে বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিক হয়নি। কারণ নতুন ট্যারিফ কাঠামোর কারণে বিদ্যুত বিতরণ কোম্পানিগুলোর বছরে আয় বাড়বে ৭১৬ কোটি টাকা।

তারা বলছেন, আবার দাম বাড়ানো প্রস্তাব গ্রামের গরীব জনগণের জীবন যাত্রাকে আরো কঠিন করে তুলবে।

গত ২৭ আগস্ট বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি। যা গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। নিম্ন আয়ের মানুষদের (লাইফ লাইন) ক্ষেত্রে মূল্য হার অপরিবর্তিত রেখে শহর ও গ্রামের সব গ্রাহকের বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়। একই সঙ্গে পাইকারি পর্যায়ে (বাল্ক ট্যারিফ) ২৩ পয়সা দাম বৃদ্ধি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, নতুন মূল্যহার ঘোষণার সময় আরইবির ক্ষেত্রে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের মূল্য ৩ টাকা ৮৭ পয়সা থেকে কমিয়ে ৩ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়। প্রতি ইউনিটে কমেছে সাত পয়সা। যদিও অন্য কোম্পানিগুলোর একই ধাপের ব্যববহারকারীদের ইউনিট প্রতি দাম ২৭ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৮০ পয়সা করা হয়। সারাদেশে এক মূল্যহার করতে এই ধাপে পল্লী বিদ্যুতের গ্রাহকদের দাম কমানো হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, সর্বশেষ ঘোষিত ট্যারিফ অনুযায়ী শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত লাইফ লাইন ব্যবহারকারী গ্রাহক এবং সেচের ক্ষেত্রে খুচরা মূল্যহার অপরিবর্তিত রয়েছে। কিন্তু পাইকারি মূল্যহার বেড়েছে। পল্লী বিদ্যুতের আবাসিক গ্রাহকদের মধ্যে ৩০ লাখ লাইফ লাইন ট্যারিফের আওতাভুক্ত। ৫০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী ৪৫ লাখ। সেচ গ্রাহক রয়েছে ৩ লাখ ৬ হাজার। এই তিন শ্রেণীর গ্রাহক মোট বিদ্যুতের ৩৮ ভাগ ব্যবহার করে।

বিদ্যুতের মূল্য পুনঃনির্ধারণের ফলে আরইবিকে গড়ে ইউনিট প্রতি বিদ্যুৎ ২৫ পয়সা বেশি দামে কিনতে হচ্ছে। এর ফলে আগের তুলনায় বছরে অতিরিক্ত ব্যয় হবে ৫৪১ কোটি টাকা। আবার একটি ধাপে দাম কামানো হয়েছে। সব মিলিয়ে বছরে মোট লোকসান হবে ৯০২ দশমিক ৮৬ কোটি টাকা।

আরইবি বলছে, নতুন ট্যারিফ কাঠামোর ফলে বিদ্যমান ৭৭টি পল্লীবিদ্যুৎ সমিতির মধ্যে লাভজনক ২২ সমিতির ৫টি লোকসানে পড়বে। আর্থিকভাবে অসচ্ছল ৫৫টি সমিতির অবস্থা আরো খারাপ হবে। এতে ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার সরাকরি পরিকল্পনা বাস্তবায়নও ঝুঁকির মধ্যে পড়বে।

এ প্রসঙ্গে বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, ‘কমিশন আরইবির প্রস্তাব পর্যালোচনা করে দেখবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আর্থিকখাতে যুবকদের অন্তর্ভুক্তি: আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক

দেশের যুব সমাজকে আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখা ২০২৪বিস্তারিত পড়ুন

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকসহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।বিস্তারিত পড়ুন

  • মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
  • এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর
  • ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৪৮৬
  • সরকারের সংস্কার পরিকল্পনা জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব
  • কালো মেঘে ঢাকা আকাশ, টানা বৃষ্টি, রোদ ঝলমলে হতে আরও দুদিন
  • অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারকে নিয়ে যে আদর্শ গল্পে পড়েছে সাড়া
  • কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবর
  • রাজধানীতে নাশকতাকারী সন্দেহে দুজন আটক, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
  • জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে: ফরিদপুরের নবাগত ডিসি
  • দেশ এখনো শঙ্কামুক্ত নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: অধ্যাপক তানজীমউদ্দিন
  • গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে: তথ্য উপদেষ্টা
  • উত্তম ব্যবহার ও যথাযথ আইন প্রয়োগে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার নির্দেশ ডিএমপি কমিশনারের