ফের যুক্তরাষ্ট্রের সতর্কতা
সম্ভাব্য হামলার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের আবারো সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের ওয়েবসাইটে এ পরামর্শ দেওয়া হয়।
ওয়েবসাইটে বলা হয়-পশ্চিমা নাগরিকদের ওপর আবারো জঙ্গি হামলা হতে পারে। বিদেশিদের নিরাপত্তায় বাংলাদেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তার পরও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে খুন হন ইতালির নাগরিক তাবেলা সিজার। এর পর ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানের নাগরিক কুনিও হোসি। বাংলাদেশ এ দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পর ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে। তবে এ দুই খুনে আইএস জড়িত থাকার কোনো প্রমাণ পায় নি বাংলাদেশ সরকার। আর খুনের পর আইএসের নামে যে বার্তা দেওয়া হয়, তা বাংলাদেশ থেকে আপলোড করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বার্তা আরো বলা হয়- বাংলাদেশে আন্তর্জাতিক মানের হোটেল বা বড় জমায়েতে জঙ্গি হামলা হতে পারে। তাই বাংলাদেশ ভ্রমণ ও এদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিক এবং পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
এর আগেও মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছিল দেশটির দূতাবাস।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন