ফের সিবিআই কোপে তাপস পাল!
ফের সিবিআই তলবের মুখে তাপস পাল। শীঘ্রই টলিউড তারকা তথা তৃণমূল সাংসদ তাপস পালকে তলব করবে সিবিআই। সারদা কাণ্ডের জেরেই তাঁকে তলব করা হবে বলে সিবিআই সূত্রের খবর।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রকে ফের জেল হেফাজতে পাঠানোর পর অন্যান্য ভুঁইফোঁড় সংস্থাগুলির সঙ্গে তাঁর যোগাযোগ খতিয়ে দেখছে সিবিআই। সারদা ছাড়া রোজভ্যালি বা অন্যান্য ভুঁইফোঁড় সংস্থার সঙ্গে মদন মিত্রের যোগ রয়েছে কিনা, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে। তাই রোজভ্যালি গোষ্ঠীর অন্যতম প্রাক্তন ডিরেক্টর তথা সারদা-ঘনিষ্ঠ তাপস পালকে তলব করতে চলেছে সিবিআই।
উল্লেখ্য, সারদা এবং রোজভ্যালি কাণ্ডের জেরে এর আগেও তাপস পালকে তলব করেছিল সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে গত বছর ৭ অক্টোবর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন অভিনয় থেকে রাজনীতিতে আসা তাপস পাল। তারপর ওই কমপ্লেক্সের ভিতরেই বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। তাঁরা তাপস পালের বয়ান রেকর্ড করেছিলেন বলেও জানিয়েছেন। সিবিআই সূত্রের খবর, রোজভ্যালি গোষ্ঠীর ডিরেক্টরদের মধ্যে একজন ছিলেন তাপস পাল। সারদার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাই এই তৃণমূল সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পর চলতি বছরের মার্চ মাসে তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে গিয়ে তল্লাসিও চালানো হয়। রোজভ্যালি কাণ্ডেই তাপস পালের বাড়ি তল্লাসি করা হয়েছিল বলে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন