ফের স্কোয়াডে তাইজুল, বাদ মোশাররফ
আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে নিজের প্রতিভা দেখিয়েছিলেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল। এজন্য ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের দলে রুবেলের উপরই আস্থা রাখেন নির্বাচকরা। বাদ পড়েন আরেক স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু প্রথম ম্যাচে দু’টি ক্যাচ মিসের সঙ্গে বোলিংয়ে আলো ছড়াতে ব্যর্থ সেই রুবেলের জায়গায় সিরিজের শেষ ওয়ানডেতে আবারও ফিরলেন তাইজুল।
ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে শেষ ম্যাচের দলে পরিবর্তন ওই একটিই। ইমরুল কায়েসের কাছে একাদশে জায়গা হারালেও ১৪ সদস্যের স্কোয়াডে টিকে গেছেন ওপেনার সৌম্য সরকার। এছাড়া আফগানিস্তান সিরিজে না থাকলেও ইংল্যান্ড সিরিজে ফেরা আল আমিন হোসেন প্রথম দুই ম্যাচে না খেললেও জায়গা ধরে রেখেছেন।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন