ফেসবুকই কাল হলো কামরুলের!
রাজন ও রাকিব হত্যা মামলার দ্রুত বিচার ও রায় ঘোষণা এক নজিরই স্থাপন করল বলা যায়। মাত্র চার মাসে ১৭ কার্যদিবসের মধ্যে রায় দেয়া হলো রাজন হত্যা মামলার। তিন মাস পাঁচ দিনে মাত্র ১১ বিচারিক কার্যদিবসে রাকিব হত্যা মামলার রায় দিলেন আদালত।
রবিবার সিলেট ও রংপুর আদালতে রায় দুটি ঘোষিত হয়।
এই দুই শিশু হত্যা মামলা জনগণের সামনে আনা এবং আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধমের ভূমিকাকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন, এ দুটি মাধ্যম দিয়ে দিয়ে এই দুই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে এমনকি বিশ্বজুড়ে তোলপাড় না হলে হয়তো খুনরা পার পেয়ে যেত।
গত জুলাইয়ের শুরুর দিকে পুণ্যভূমি সিলেটে চুরির অপবাদ এনে রাজন নামের ১৩ বছরের এক শিশুকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। পরে লাশ গুমেরও চেষ্টা চলে।
এর কদিন পরই রংপুরে এক ওয়ার্কশপে কাজ ছেড়ে দেয়ায় শিশু রাকিবকে মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করে ওয়ার্কশপের মালিক।
তবে দুই ঘটনাতেই ঘাতকরা ধরা পড়ে এবং বিচারের সম্মুখীন হয়।
এর মধ্যে সিলেটে রাজনকে নির্যাতনের সময় করা ভিডিওটি ঘাতকরা নিজেরাই ছেড়ে দেয় ইউটিউবে। এরপর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। শুরু হয় তোলপাড়। গণমাধ্যমও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করে।
এরই মধ্যে দেশ ছেড়ে সৌদি আরব পাড়ি দেন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম। কিন্তু পালিয়েও নিস্তার পায়নি ঘাতক। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধির কৌশলের জালে আটকা পড়েন কামরুল। পরে সৌদি পুলিশ তাকে গ্রেফতার করে।
নির্যাতন করে শিশু হত্যার ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হলে সরকারের টনক নড়ে। স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেয়া হয়। একে একে ধরা হয় আসামিদের। রাজন হত্যায় তার বাবার মামলা না নেয়া ও আসামিদের পালানোর সুযোগ করে দেয়ার অভিযোগে কয়েকজন পুলিশ সদ্স্যকে প্রত্যাহার করা হয়।
পরে রাজনের বাবার করা হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে ইন্টারপোলের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে আনা হয়।
বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা হলো রবিবার। মাত্র চার মাসে ১৭ কার্যদিবসের মধ্যে রায় দেয়া হলো। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ১৩ আসামির মধ্যে কামরুলসহ চারজনের ফাঁসির দণ্ড দেন।
রায়ের আগে রাষ্ট্রপক্ষ এবং রাজনের পরিবার কামরুলসহ দায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিল।
রাজন হত্যার মতো এমন বর্বর ঘটনায় সিলেটের সর্বস্তরের মানুষও দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ছিল।
বিশ্বজুড়ে আলোড়ন তোলা রাজন হত্যা মামলার দ্রুত বিচারের মাধ্যমে একটি নজিরই স্থাপন করল আদালত।
রাজন হত্যার পরপরই খুলনায় মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু রাকিব হাওলাদার হত্যার ঘটনায়ও তোলপাড় সৃষ্টিতে ভূমিকা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। ওই ভিডিওটিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার পায় এই বীভৎসতার খবর।
রাজনের পর একই দিনে খুলনার আলোচিত রাকিব হত্যার রায় দেয়া হলো একিই দিন। রাজন হত্যার রায়ে চার মাস সময় লাগলেও রাকিব হত্যার রায়ে সময় লাগলো তিন মাস পাঁচ দিন। এ ছাড়া মাত্র ১১ বিচারিক কার্যদিবসে আলোচিত এ হত্যার রায় দেয়া হচ্ছে, যাকে খুলনার আদালতে নজিরবিহীন ঘটনা বলছেন আইনজীবীরা।
রাজন ও রাকিব হত্যা মামলার এই দ্রুত বিচারের পেছনে সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমের জোরালো ভূমিকার প্রশংসা করছেন অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.শাহ এহসান হাবীব বলেন, “অবশ্যই এই ঘটনাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ এমন অনেক ঘটনা ঘটলেও সেইভাবে সামনে আসে না। তবে প্রধানমন্ত্রী বিষয়টিতে নজর দেয়ায় এটা আরো গতি পেয়েছে। যে কারণে দ্রুততম সময়ে রাজন হত্যা মামলার রায় হয়েছে।”
রাকিব হত্যার ঘটনায়ও অভিযুক্ত প্রধান আসামি শরীফ,তার মা বিউটি বেগম ও মিন্টুরও সর্বোচ্চ শাস্তির দাবি ছিল রাকিবের আইনজীবী ও পরিবারের। শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ড দিয়ে তার মা বিউটিকে খালাস দেন আদালত।
রবিবার দুপুরের দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন।
এদিকে অল্প সময়ের মধ্যে দুটি আলোচিত শিশু হত্যার রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করে শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান এমরানুল হক চৌধুরী লেন, “এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম যথেষ্ট ভূমিকা রেখেছে। আশা করি এই রায়ের ফলে দেশে শিশু নির্যাতন কমবে। এই রায় বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন