ফেসবুকের কেন টুইটারকে কিনে নেওয়া উচিত?
ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। এতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্যনতুন ফিচার।
কিন্তু টুইটার সে অবস্থানে নেই। এটি মূলত মাইক্রোব্লগিং সাইট। আর এ অবস্থায় টুইটারের মালিকানা হাতবদলের সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কে কিনবে টুইটার নামে প্রতিষ্ঠানটিকে? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
বিশ্লেষক অ্যালেক্সিস সি. ম্যাড্রিগ্যাল এ প্রসঙ্গে জানান, টুইটারকে কিনে নেওয়া উচিত ফেসবুকেরই। কিন্তু কেন এ প্রতিষ্ঠানটিকে কেনা উচিত? এ বিষয়ে তিনি জানিয়েছেন, ফেসবুক বর্তমানে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। নানা ক্ষেত্রে ফেসবুক তার পরিধি বাড়িয়েই চলেছে। আর এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমটি ওয়েব ব্রাউজার, মোবাইল অ্যাপের ইকোসিস্টেম, বিজনেস ও টেকনোলজি সলিউশন সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এ অবস্থায় টুইটারের জনপ্রিয়তা ও অন্যান্য বিষয় কাজে লাগিয়ে ফেসবুক আরও এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টুইটারে লাইভ ভিডিও চালু করলে তা আরও কার্যকর হবে বলেও মত দিয়েছেন ম্যাড্রিগ্যাল।
টুইটার মূলত মাইক্রোব্লগিংয়ের জন্য বা ছোট আকারের ব্লগিংয়ের জন্য ব্যবহৃত হয়। ব্যবহারকারীরা সাধারণত ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। তবে তার বেশি লেখাও সম্ভব। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন।
এই কাজটিকে বলা হয় ফলো করা। কোনো সদস্যের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে, তাদেরকে বলা হয় ফলোয়ার। টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে। এছাড়াও, টেক্সাসের সান অ্যান্টোনিও এবং ম্যাসাচুসেটসের বস্টনে টুইটারের সার্ভার ও শাখা কার্যালয় রয়েছে। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়।
ভবিষ্যতে লাইভ ভিডিওর অত্যন্ত জনপ্রিয়তা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্ক জাকারবার্গও কিছুদিন আগে লাইভ ভিডিওর উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছেন। আর এ লাভই ভিডিও ব্যবহার করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া যাবে বলে মনে করছেন তিনি।
কিন্তু কিভাবে লাইভ ভিডিওর এ অসীম সম্ভাবনাকে কাজে লাগানো যায়? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন টুইটারের কথা। টুইটারকে ফেসবুক কিনে নিলে তার অবকাঠামো এক্ষেত্রে সহজেই ব্যবহার করা যাবে। আর এতে লাইভ ভিডিওক্ষেত্রে এগিয়ে যাবে ফেসবুক।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন