ফেসবুকের পেছনে প্রতি মাসে ব্যয় ১৫০ কোটি টাকা!
বাংলাদেশে শুধুমাত্র ফেসবুকের পেছনে প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় ১৫০ কোটি টাকা! দেশে ব্যবহৃত মোট ডাটার ২৫ থেকে ৩০ শতাংশ ফেসবুকের জন্য ব্যবহার হয় ধরে নিয়ে ইন্টারনেট ব্যান্ডউইথের বাজারমূল্য হিসাব করে এই তথ্যটি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশে প্রতিদিন ৪০০ জিবিপিএস (গিগাবাইটস পার সেকেন্ড) ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে ২৫ থেকে ৩০ ভাগ ডাটা ফেসবুকের জন্য ব্যবহৃত হলে ফেসবুক ব্যবহারকারীরা প্রতি মাসে ১০০ জিবিপিএস ব্যবহার করেন।
ইন্টারনেট ব্যান্ডউইথের বাজারমূল্য হিসাব করে দেখা গেছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা প্রতিমাসে প্রায় দেড়শ’ কোটি টাকা ফেসবুকের পেছনে ব্যয় করেন বলে জানান মহিউদ্দীন আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন