সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকের মাধ্যমে ৩০ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের খোঁজ পেলেন মা শৈলবালা !

অমল চন্দ্র গোলদার ১০ বছর বয়সে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেনি মা শৈলবালা গোলদারের পেটের সন্তান। ছেলেকে মৃত ভেবেই সন্তান হারা মায়ের জীবনে টানা ৩০ বছর কেটেছে। বহু সন্ধানেও মিলছিলনা ছেলের হদিস।

ddহঠাৎ সন্তানহারা বৃদ্ধা মায়ের কাছে খবর আসে তার হারানো ছেলে বেঁচে আছে। হারানো অমলের বেঁচে থাকার খবর মেলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর কল্যাণে। অশীতিপর শৈলবালার ঘরে এখন সুখের কান্না বইছে।

হারিয়ে যাওয়া শিশুর পরিবর্তিত হয়েছে দেশে বদলে গেছে ভাষা ও সংস্কৃতি। তবু বদলে যায়নি মাটির টান। গর্ভধারিণী মায়ের প্রতি মমত্ববোধ। অবশেষে ৩০ বছর পর ব্যাকুল ছেলে তার মায়ের খোঁজ পেয়ে যায়। কয়েক হাজার মাইলের দুরত্বের ব্যবধানও তাই হার মানলো মাতৃত্বের কাছে। এ যেন অন্য আনন্দ, অন্য অনুভূতি। হারিয়ে যাওয়া ছেলে বেঁচে থাকার আনন্দে মা শৈবালার কান্না থামছে না। ঘটনাস্থলে উপস্থিত অনেকেরই নীরবে দু’চোখ বেয়ে অশ্র“ ঝড়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামের নীল কান্ত গোলদার ও শৈলবালা গোলদার দম্পতির ছোট ছেলে অমল কান্তি গোলদার টানা ৩০ বছর ধরে নিখোঁঁজ থাকার পর গতকাল শুক্রবার তার পরিবার জানতে পারেন ১০ বছর বয়সে হারিয়ে যাওয়া অমল এখন কাতার প্রবাসি। এই দীর্ঘ সময়ে পরিবার স্বজন ছেড়ে শিশু অমল নিদারুন লড়াইয়ে এখন পরিনত মানুষ। তবে স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল তার পরিবার ঘর বাড়ি আর স্বদেশ ভূমি।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের নীল কান্ত গোলদারের তিন ছেলের মধ্যে সবার ছোট অমল গোলদার পঞ্চম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ১৯৮৬ সালে নিখোঁজ হয়। এরপর আর তাকে তার পরিবার খুঁজে পায়নি। মিশু অমল ওই সময় পাচারকারীদের কবলে পড়ে প্রথমে ভারতে চলে যায়। তারপর এখন সে গত নয় বছর ধরে কাতার প্রবাসি। কাতার প্রবাসি কুষ্টিয়ার সবুর আলি নামে এক ব্যাক্তির সাথে মঠবাড়িয়ার স্থানীয় এক সংবাদ কর্মী জামান আবিরের সাথে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের দুজনের মধ্যে কয়েকদিন আগে ম্যাসেজ আদান প্রদানও হয়।

এসময় সবুর আলী তাকে জানান মঠবাড়িয়ার একটি ছেলে কাতারে আছে তার নাম অমল গোলদার। তবে সে ১০ বছর বয়সে হারিয়ে গিয়েছিল। বাড়ি ঘর আর পরিবারের বৃত্তান্ত কিছু সে নিশ্চিত করতে পারছেনা। এরপর ওই সংবাদ কর্মী জামান আবির তার সহযোগী আরও দুই সাংবাদিক এস.এম. আকাশ ও শিবাজী মজুমদার শিব কে নিয়ে মঠবাড়িয়ায় অনুসন্ধান চালিয়ে কাতার প্রবাসি অমলের পরিবারের খোঁজ পান।

গতকাল শুক্রবার তারা মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামের নীল কান্ত গোলদারের বাড়িতে গিয়ে অমলের বিষয়ে তথ্য দিলে তার পরিবার বিষয়টি নিশ্চিত করে। পরে মা শৈলবালা গোলদারের সাথে ছেলে অমলের মোবাইল ফোনের মাধ্যমে আবেগঘন কথোপকথন হয়। এভাবে ৩০ বছর পর অমল তার পরিবারের সন্ধান পায়। মায়ের কান্নায় নিজেকেও স্বাভাবিক রাখতে পারেনি কাতার প্রবাসী অমল গোলদার। মা-মা বলে বারবার চিৎকার করেন হারানো মাকে কাছে পাওয়ার জন্য। অমলের মা ও পরিবারের সকলের কান্নায় পাড়া প্রতিবেশেীরা ভীড় করলে সেখানে এক হৃদয় নাড়িয়ে দেওয়ার পরিবেশের অবতারণ ঘটে।

অমল গোলদার জানায়, ছোট বেলায় সে খুব ডানপিটে আর দুরন্ত ছিল। ১০ বছর বয়সে সে বাড়ি থেকে বেরিয়ে তুষখালী লঞ্চঘাটে এসে একটি লঞ্চে চড়ে। এরপর সে হারিয়ে যায়। পরে সে পাচারকারীদের কবলে পড়ে ভারতে চলে যায়। সেখানে ষ্টেশনে কুলির কাজ শুরু করে। পরে রুটির দোকানে কাজ করে বড় হতে থাকেন শিশু অমল। এমন অবস্থায় পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্মৃতি থেকে হারিয়ে যায় মাতৃভূমি ও পরিবার স্বজন। পথের মানুষ হিসেবেই সেখানে সে বড় হতে থাকেন। এসময় ভারতের নদীয়ায় এক লোকের কাছে আশ্রয় মেলে তার। সেখানে সে বিয়ে করে সংসারীও হয়। তার দুই মেয়ে এখন স্কুলে লেখা পড়া করছে।

তিনি আরও জানান, আমি ভীষণ খুশি। ফেইজবুকের ম্যাসেঞ্জারে মাকে দেখার আর তর সইতেছেনা। বারবার গলা শুকিয়ে যাচ্ছে আমার। দীর্ঘ ৩০ বছর পর আমার মা ও মাতৃভূমির সন্ধান পেয়েছি। সন্তান হিসেবে মায়ের প্রতি যে দায়িত্ববোধ থাকা উচিত আমি তা পালন করতে চাই। বাড়ি থেকে বেড়িয়ে হারিয়ে যাওয়া এই আমি পথে পথে ঘুরেছি। আজ আমার মাকে পাওয়ার অপেক্ষাটাই ছিল জীবনের সবচেয়ে বড় পাওয়া। মাকে পাওয়ার আনন্দটা শেয়ার করার জন্য শিগগিরই আমার স্ত্রী-সন্তানদের নিয়ে মঠবাড়িয়ার নিজের ভিটে মাটিতে ফিরে আসবো। আমি এখন এই অপেক্ষার প্রহর গুনছি।

অমলের মেঝ ভাই বিমল গোলদার জানান, আমার ছোট ভাই হারিয়ে যাওয়ার পর আমরা আর তার খোঁজ পাইনি। বহু চেষ্টার পর পরিবারের সবাই ধরে ধরে নেই অমল হয়ত আর বেঁচে নেই। কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন। হারানো রক্তের ভাইকে ফিরে পাওয়ার আনন্দ বলে বোঝানোর মত নয়। আমরা সবাই এখন অমলের ফিরে আসার অপেক্ষায় আছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলের নৈশ প্রহরী

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরবিস্তারিত পড়ুন

স্বরূপকাঠীতে চাঁই বিক্রি করে স্বাবলম্বী অনেক পরিবার, রয়েছে স্বল্প সুদে ঋণ সুবিধার অভাব

এম. ডি. ইউসুফ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে বাঁশ দিয়ে তৈরীবিস্তারিত পড়ুন

বখাটে ছেলে রুবেলকে পরকিয়া প্রেমিক ও বন্ধু সহ গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা

স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবী গ্রামের আবুল কালামেরবিস্তারিত পড়ুন

  • ইন্দুরকানীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগী
  • পিরোজপুরের স্বরূপকাঠীতে ২১শে উদযাপন
  • স্বরূপকাঠীতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন
  • স্বরূপকাঠীতে বিগত ৩ বছরেও করা হয়নি শহীদ মিনার
  • পার্বতীপুরে ফুটবলে যাদুকর ফুটবলার সামাদের ৫৩ তম মৃত্যু বার্ষিকী
  • এবাবেই শিকলে বাঁধা অবস্থায় দিন কাটছে পিরোজপুরের অন্তঃসত্ত্বা রুবির
  • ইউপি চেয়ারম্যানকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম
  • পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
  • সাঈদীপুত্রের সঙ্গে বিজয় দিবসের মঞ্চে থাকা ইউএনও বদলি
  • ইত্যাদি এবার দিনাজপুর থেকে
  • সেই বৃদ্ধার পাশে দাঁড়ালেন পিরোজপুরের ডিসি
  • পিরোজপুরে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক