ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি: দুই আনসার সদস্য গ্রেফতার
ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় তথ্য প্রযুক্তি আইনের মামলায় দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে মংলা থানা পুলিশ।
বৃহস্প্রতিবার সন্ধ্যায় মংলা বন্দর জেটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- লক্ষন কুমার মন্ডল(২৬) ও রমেশ রায়(২৫)।
পুলিশ জানায়, দুই আনসার সদস্য মংলা বন্দরের নিরাপত্তা বিভাগে দীর্ঘ প্রায় দেড় বছর চাকুরি করছেন। তারা তাদের ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম, পবিত্র কুরআন ও পবিত্র কাবা ঘর নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন। এ বিষয়টি সহকর্মী আনসার সদস্যদের নজরে আসে। বেশ কয়েক দিন আগে তাদের ফেইবুক পেইজের মন্তব্যটি প্রকাশ হলে মুসলিমদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে বৃহস্প্রতিবার দুপুরে সহকর্মী আনসার ও বন্দরের কর্মচারীদের সঙ্গে ওই দুইজনের বাকবিতণ্ডা হয়।
পরে জনরোষের মুখে মংলা বন্দরের নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত দু’ আনসার সদস্যকে নিজেদের জিম্মায় নেয়। বিষয়টি বাগেরহাট জেলা আনসার কর্মকর্তাকে অবহিত করার পর বিকালে দু’জনকে মংলা থানা পুলিশে সোপর্দ করা হয়।
মংলা থানার ওসি লুৎফর রহমান জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় জনরোষের মুখে পড়া দু’ যুবককে পুলিশ আটক করে।
পুলিশ আরও জানায়, আটক ওই দু’ অনসার সদস্যের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মংলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন