ফেসবুকে নগ্ন ছবি পাঠিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

ফের ফেসবুকে ব্ল্যাকমেলের ফাঁদে পড়ল এক কিশোরী। ফটোশপের কারিকুরিতে প্রথমে তার নগ্ন ছবি তৈরি, পরে কিশোরীর প্রোফাইল হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক কৃষ্ণশঙ্কর এজিসি বোস কলেজের ছাত্র। তার বাড়ি এন্টালি থানা এলাকায়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে কৃষ্ণশঙ্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিলজলার জিএস রোডে বছর ষোলোর নমিতা (নাম পরিবর্তিত) নিয়মিত ফেসবুকে চ্যাট করত। পুলিশকে নমিতা জানিয়েছে, চলতি বছরের জুন মাস নাগাদ তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে কৃষ্ণশঙ্কর। যার সঙ্গে তার আগে কোনও পরিচয় ছিল না। এমনকী, ফেসবুকেও তাদের মধ্যে যোগাযোগ ছিল না। নমিতার অ্যাকাউন্টটি হ্যাক করার পর তার পাসওয়ার্ড পালটে দেয় কৃষ্ণশঙ্কর। ফলে নিজের অ্যাকাউন্টটি খুলতে সমস্যা হয় নমিতার। বাধ্য হয়ে নতুন একটি অ্যাকাউন্ট খোলে। নতুন অ্যাকাউন্ট থেকে ফের সোশাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে কথাবার্তা চলতে থাকে নমিতার।
এদিকে, নমিতার পুরোনো অ্যাকাউন্টটি তখন কৃষ্ণশঙ্করের কবজায়। এই অ্যাকাউন্টটি থেকে নমিতার ছবি সংগ্রহ করে সে। ছবিগুলি নানাভাবে বিকৃত করে প্রযুক্তির ব্যবহার করে। ফটোশপের মাধ্যমে নমিতার নগ্ন ছবিও তৈরি করে কৃষ্ণশঙ্কর। এরপর নমিতারই পুরোনো অ্যাকাউন্ট থেকে তার নতুন অ্যাকাউন্টে ছবিগুলি পাঠাতে থাকে। শুরু হয় ব্ল্যাকমেল করার চেষ্টা। নমিতাকে বলা হয়, ১০ হাজার টাকা দিতে। তা না হলে ছবিগুলি সোশাল মিডিয়ায় ফাঁস করে দেবে কৃষ্ণশঙ্কর। মাসখানেক ধরে চলতে থাকে হুমকি ও ব্ল্যাকমেলের ঘটনা।
অবশেষে পুলিশের দ্বারস্থ হয় নমিতা। গত ১৮ জুলাই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্যে কৃষ্ণশঙ্করের খোঁজ শুরু হয়। তাকে খুঁজতে মাস তিনেক সময় নেয় পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা চলছে। তবে গোটা বিষয়টি নিয়ে অভিযুক্ত কৃষ্ণশঙ্করের কী প্রতিক্রিয়া, তা জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন