ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, দুই শিবিরকর্মী গ্রেফতার
কক্সবাজারের রামুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ‘বিকৃত করে প্রচারের’ অভিযোগে সহোদর দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রামু সদরের মেরংলোয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।
গ্রেফতারকৃতরা হলেন―রামুর সদর ফঁতেখারকূল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে খালেদ হোসাইন (১৭) ও তার ভাই রাশেদুল করিম (২০)।
এদের মধ্যে রাশেদুল করিম ছাত্র শিবিরের উপজেলা কমিটি এবং খালেদ হোসাইন ইউনিয়ন কমিটির সক্রিয় কর্মী বলে জানান ওসি।
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘দুই সহোদর গ্রাফিক্স করে প্রধানমন্ত্রীর মুখমণ্ডলে দাঁড়ি লাগিয়ে বিকৃতভাবে প্রচার করছিল। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন