ফেসবুকে ফেক আইডি থাকলে জেল-জরিমানা
ফেসবুকের ফেক আইডি বন্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করছে ব্রিটেন। ব্রিটিশ সরকার এমন এক পদ্ধতি চালু করতে যাচ্ছে, যেখানে সন্দেহজনক ফেসবুক আইডির প্রোফাইলের ওপর নজরদারি করবে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে এই নজরদারি রাখা হবে। তাতে করে বেশিদিন আগলে রাখা যাবে না ফেক আইডি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ফেক আইডি’র মালিককে জেল-জরিমানার সুম্মুখীন হতে হবে।
মজা করে অনেক ছেলে মেয়েদের নাম দিয়ে আইডি খুলে বসে থাকে। ছেলের নাম দিয়ে মেয়েরাও তাই করে। এসব ফেক আইডি ব্যবহার করে নানা অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। ফেক আইডি থেকে সমানে চলে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার কাজ। তাই ফেক আইডির বিষয়গুলো এখন আর মজা করার পর্যায়ে নেই। ব্রিটিশ সরকার মনে করছে, আইডিগুলো বন্ধ করতে না পারলে সন্ত্রাসের রাশ টেনে ধরা সহজ হবে না। এ কারণেই ফেক আইডির জন্য সাইবার আইনে নতুন সংশোধনী এনেছে ব্রিটিশ সরকার। ফেক অ্যাকাউন্ট ব্যবহারকারী ধরা পড়লেই তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে সরকার। হতে পারে আর্থিক জরিমানা। এমনকি জেলও।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন