ফেসবুকে বিয়ের বিষয়ে আমব্রিন যা জানালেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) উপস্থাপনার মাধ্যমে সারা দেশে সুপরিচিত উপস্থাপিকা আমব্রিন। গত ৪ নভেম্বর দীর্ঘ দিনের প্রেমিক তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেছেন তিনি। মিডিয়ার বদৌলতে যে খবর রটে গেছে সবখানেই। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমব্রিন নিজেও জানালেন তার বিয়ের খবর।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে আমব্রিন লেখেন, ‘বন্ধুরা, কেমন আছেন? এবার বিপিএলে কেন আমি নেই? গত কয়েক দিন ধরে ফেসবুকে অনেকেই আমাকে এই প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন, লিখেছেন অনেকেই নাকি আমাকে মিস করছেন। আপনাদের এই আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। কিন্তু এ মুহূর্তে আমি কানাডায়। ৪ নভেম্বর বিয়ে করেছি। আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এ বছরের বিপিএলের জন্য অনেক অনেক শুভকামনা।’
জানা গেছে, আমব্রিনের স্বামী তৌসিফ আহসান চৌধুরী পরিবারের সঙ্গে কানাডায় স্থায়ীভাবে আছেন। সেখানে একটি প্রতিষ্ঠানের প্রপার্টি ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। গত শনিবার কানাডার টরন্টোতে আমব্রিনের সঙ্গে তার বিয়ে হয়।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন আমব্রিন। এরপর মডেল এবং উপস্থাপক হিসেবে পরিচিতি পেয়েছেন। অভিনয় করেছেন টিভি নাটকে। আর গত ২০১৫- ১৬ সালের বিপিএল উপস্থাপনার মাধ্যমে পান দেশব্যাপী জনপ্রিয়তা।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন