সংবাদ সম্মেলনে ডিবি
ফেসবুকে ভুয়া আইডি থেকে সরবরাহ হতো প্রশ্নপত্র
ফেসবুক ভুয়া আইডি থেকে বিভিন্ন ধরনের পেজ খুলে ভুয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করত প্রতারক চক্র।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, ডিবির ক্যান্টনমেন্ট আঞ্চলিক দল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নফাঁস চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজু আহমেদ, ফয়সালুর রহমান ওরফে আকাশ, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম ওরফে রনি। তাঁদের কাছে থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার করা আসামিরা তাদের কাছে থাকা ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নামে ভুয়া ফেসবুক আইডি খুলে, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবাহ করে অবৈধভাবে অর্থ উপার্জন করে।
তারা ‘এসএসসি, এইচএসসি প্রশ্ন বাজার’, ‘এসএসসি প্রশ্ন ২০১৭ ঢাকা বোর্ড, বাজার’, ‘এসএসসি প্রশ্ন ২০১৭ বরিশাল বোর্ড’ নামের বিভিন্ন গ্রুপের অ্যাডমিন। তারা এসব গ্রুপে ১০০ শতাংশ কমন পড়বে বলে স্ট্যাটাস দেয়। ফলে অনেক শিক্ষার্থী তা দেখে আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আসামিরা একেক পরীক্ষার জন্য একেক মেসেঞ্জার খুলে ভুয়া প্রশ্ন শেয়ার করতে থাকে। তাদের এই প্রতারণার কারণে অনেক শিক্ষার্থীর ভবিষৎ হুমকির মুখে পড়েছে। তাদের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন