ফেসবুকে মেয়েকে শিক্ষা দিলেন মা!
ফেসবুক লাইভফেসবুক লাইভ এখন বেশ জনপ্রিয়। এই লাইভ ব্যবহার করে ১৬ বছর বয়সী মেয়েকে পেটানোর ভিডিও সম্প্রচার করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক মা। প্রযুক্তির অপব্যবহার করায় তিনি মেয়েকে শিক্ষা দিতে এই ভিডিও সম্প্রচার করেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পাঁচ মিনিটের ওই লাইভ স্ট্রিমিংয়ে শানভিয়া মিলার নামের ওই নারী তাঁর মেয়ে নিয়া গ্রিনের ওপর চড়ার হওয়ার কারণ হিসেবে বলেছেন, তাঁর মেয়ে ফেসবুকে উত্তেজক ছবি প্রকাশ করেছিল।
মেয়ের ফেসবুক পেজ থেকেই ভিডিও সম্প্রচার করার সময় মিলার তাঁর মেয়েকে উদ্দেশ করে বলেন, ‘আমি চাই ভিডিওটি ভাইরাল হোক (ছড়িয়ে পড়ুক)। এটি শেয়ার করো।’
মিলার মেয়েকে বলেন, ‘তুমি কি আমাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে লজ্জায় ফেলতে চাও? আমার সঙ্গে এটা নিয়ে খেলো না। আমি মা যে হিসেবে খুব ভালো নই, সেটা তুমি দেখাতে বাধ্য করেছ। আমি সর্বাত্মক চেষ্টা করেছি।’
ফেসবুক থেকে অবশ্য মিলারের ওই ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ইউটিউবে এখনো ভিডিওটি রয়ে গেছে।
এ ঘটনায় অবশ্য পুলিশ মিলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কারণ, তাঁর মেয়ে গ্রিন পুলিশের কাছে মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি এবং বাড়িতে নিরাপদে আছে বলে জানান।
গত রোববার এক ফেসবুক পোস্টে গ্রিন লিখেছে, মাকে লজ্জায় ফেলা তার উচিত হয়নি। কারণ, মা তাকে খুব ভালোবাসেন।
গ্রিনের ভাষ্য, ‘আমি মাকে লজ্জায় ফেলেছিলাম বলে মাও আমাকে লজ্জায় ফেলে দিল।’ তথ্যসূত্র: আইএএনএস। -প্রথম আলো
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন