ফেসবুকে যে ৫টি তথ্য দিয়ে বিপদে পড়েছেন বহু মানুষ

অনেকে ফেসবুকের মাধ্যমে গোটা জীবনটাই শেয়ার করে ফেলেন। কিন্তু কিছু তথ্য গোপান রাখতে হয়। সেটা না করায় অনেকেই বিপদের মুখে পড়েছেন।
সব তথ্য সবার জন্য নয়। তাই কোন কোন তথ্য শেয়ার করা বিপজ্জনাক জেনে রাখা দরকার। জেনে নিন এমনই ৫টি সতর্কতা।
১। ল্যান্ডলাইন অথবা মোবাইল নম্বর ফেসবুক দেবেন না। শুধু ফেসবুক নয়, সব রকম সোশ্যাল মিডিয়াতেই ফোন নম্বর শেয়ার করা বিপজ্জনক।
২। আপনার বাড়ির ঠিকানাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া ঠিক নয়। ঠিকানা শেয়ার করলে বাইরের বিপদ ঘরে ডেকে আনার সামিল হবে।
৩। পেশা সংক্রান্ত কোনও তথ্যই দেবেন না। এগুলো পেশাজীবনে বড় রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকই অফিস-সংক্রান্ত বিষয় পোস্ট করে চাকরি পর্যন্ত খুইয়েছেন।
৪। আপনার সঙ্গে আপনার সঙ্গীর সম্পর্ক একান্ত ব্যক্তিগত বিষয়। সেখানে কোনও সমস্যা থাকলে তা ফেসবুক বা অন্য কোনও সোশ্যাল সাইটে প্রকাশ করা ঠিক নয়। সমস্যা বাড়বে।
৫। ব্যাংক বা অর্থ-সংক্রান্ত তথ্য ফেসবুকে দিয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। হ্যাকারদের নজরে পড়লে সাড়ে সর্বনাশ হয়ে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন