ফেসবুক, গুগলের কাছে ট্যাক্স আদায় করছে অস্ট্রেলিয়া
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মতো অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে ট্যাক্স আদায় করছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার বলছে, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আয়ের ওপর ভিত্তি করে ট্যাক্স পরিশোধ করছে।
ট্যাক্স ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণে চলতি বছরে দেশটিতে অতিরিক্ত আরও দেড়শ কোটি মার্কিন ডলার ট্যাক্স বাড়বে। সেদেশে বৈশ্বিক যেসব কোম্পানির বার্ষিক আয়ের পরিমাণ এক বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি; সেসব প্রতিষ্ঠানকে ট্যাক্স পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানগুলো যদি ট্যাক্স পরিশোধ না করে, তাহলে অতিরিক্ত ৪০ শতাংশ জরিমানা গুণতে হবে বলে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে।
অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অস্ট্রেলিয়া ট্যাক্স অফিসকে লোকবল, সম্পদ ও জরিমানার ক্ষমতা দেয়া হয়েছে। দেশটির কর বিভাগ ইতোমধ্যে বড় ধরনের ৫৯টি বৈশ্বিক বহুজাতিক প্রতিষ্ঠানে পরিদর্শন করেছে।
২০১৫ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় মাল্টিন্যাশনাল অ্যান্টি অ্যাভয়ডেন্স আইনের প্রস্তাব আনা হয়। দেশটির সরকার বলছে, অস্ট্রেলিয়ায় কার্যক্রম পরিচালনাকারী ৩০ বহুজাতিক প্রতিষ্ঠানের মধ্যে অল্প কিছু কোম্পানি তাদের মুনাফার ওপর সামান্য পরিমাণে ট্যাক্স পরিশোধ করেছে অথবা করে নাই।
সূত্র : বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন