ফেসবুক নিয়ে বিব্রত বাপ্পারাজ

ফেসবুক নিয়ে দারুণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন অভিনেতা বাপ্পারাজ। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে। বাপ্পারাজ তার নিজের ফেসবুক আইডি ভালোভাবেই কয়েক বছর ধরে ব্যবহার করে আসছিলেন। কিন্তু তার একই নামে আরেকটি ফেসবুক আইডি খুলে কে বা কারা যেন কয়েকদিন ধরে নানা ধরনের রাজনৈতিক এবং ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে।
বিষয়টি অবগত হওয়ার পরও বাপ্পারাজ তেমন আমলে নেননি। কিন্তু যখন গত এক সপ্তাহ আগে তার নিজের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায় তখনই তিনি ভীষণ ঝামেলায় পড়ে যান। তবে ঘটনা আরও বিব্রতকর হয়ে ওঠে তার ফেসবুক থেকে রাজনৈতিক কিছু স্ট্যাটাস দেয়ার পর। এরপর বিষয়টি আমলে নিয়ে বাপ্পারাজ উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, এখন আর আমি ফেসবুকে নেই। আমার নামে যে ১০-১২টি আইডি আছে সব ভুয়া। কোনটির সঙ্গে আমার ব্যক্তিগত কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। কেউ যদি ফেসবুকে বাপ্পারাজ নামক আইডির সঙ্গে বন্ধুত্ব করেন তার কোন দায়দায়িত্ব আমার থাকবে না। আমি আর কোনদিনই ফেসবুকে আসবো না।
কারণ এর কারণে সামাজিকভাবে আমাকে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এটা থেকে নিজেকে বিরত রাখতে চাই। এদিকে বাপ্পারাজ সর্বশেষ ‘কার্তুজ’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘সহযাত্রী’তে তিনি অভিনয় করছেন। আজ থেকে তিনি কক্সবাজারে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসডকল’ চলচ্চিত্রের গানের শুটিংয়ে অংশ নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন