ফেসবুক বন্ধ হওয়ায় বিপাকে এফ-কমার্স ব্যবসায়ীরা
ফেসবুক বন্ধ থাকার কারণে এই মাধ্যম ব্যবহার করে গড়ে ওঠা এফ-কমার্স ব্যবসায়ীদের বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে। শিগগির এই মাধ্যমটি খুলে দেয়া না হলে, ক্ষতি কাটিয়ে ব্যবসা চালানো সম্ভব হবে না বলেও জানালেন তারা। সেই সাথে এর নেতিবাচক প্রভাব পড়েছে ই-কমার্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাতেও।
কয়েক বছর আগেও ফেসবুকের ব্যবহার সীমাবদ্ধ ছিল যোগাযোগ, গল্প আর বন্ধুত্বের পরিধি বাড়াতে। তবে সময়ের সাথে পণ্যের প্রচার ও বিক্রির প্লাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে ভার্চুয়াল এই মাধ্যমটি।
কিন্তু নিরাপত্তা ইস্যুতে হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও ফেসবুক খুলে না দেয়ায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন এফ-কমার্স ব্যবসায়ীরা।
আর ফেসবুক বন্ধ থাকায় অনেকটাই কমে গেছে ই-কমার্স ব্যবসায়ীদের প্রচারণাও। এতে করে প্রায় ৩০ শতাংশ বিক্রি কমেছে বলে জানালেন এই ব্যবসায়ী।
শুধু তাই নয়, শীত মৌসুমে অনলাইনভিত্তিক ব্যবসা বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোও।
ক্রমবর্ধমান সামাজিক যোগাযোগ নির্ভর ব্যবসা যেন কোনভাবেই অনিশ্চয়তায় না পড়ে সেদিকে বাড়তি নজর দেয়ার দাবি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন