ফেসবুক মেসেঞ্জারে নতুন সুবিধা
মোবাইলে ফেসবুক ব্যবহারকারীরা এবার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিতে স্পোটিফাই মিউজিক-এর সুবিধা পাবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
মিউজিক স্ট্রিমিং সেবা স্পোটিফাইয়ে লক্ষ-কোটি গানের সম্ভার রয়েছে। আর ফেসবুক মেসেঞ্জারে এই ডিজিটাল মিউজিক সেবা যুক্ত হওয়ায়, ফেসবুক ব্যবহারকারীরা চ্যাট করাকালীন সময়েই পছন্দের গান শোনা এবং তা বন্ধুদের সঙ্গে গান শেয়ার করতে পারবে। তাছাড়া বন্ধুরাও জানতে পারবে কোন সময়ে কোন ধরনের গান আপনি শুনছেন বা আপনার পছন্দ।
নতুন এ সুবিধার ফলে স্পোটিফাই থেকে গান শোনা বা শেয়ার করার জন্য মেসেঞ্জার অ্যাপটি বন্ধ করতে হবে না, বরঞ্চ চ্যাট করাকালীন সময়েই মেসেঞ্জারের ‘মোর’ ট্যাব (তিনটি ফুল স্টপ চিহ্ন) অপশনটি থেকে সরাসরি স্পোটিফাইয়ে প্রবেশ করা যাবে। এছাড়া কোনো বন্ধু আপনাকে গান পাঠালে, আপনি মেসেঞ্জার ব্যবহারকালীন সময়েই তা শুনতে পাবেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, স্পোটিফাই মিউজিক সেবা ফেসবুক মেসেঞ্জারে উন্মুক্ত করা হয়েছে। খুব শিগগির সকল ব্যবহারকারীর কাছে তা পৌঁছে যাবে।
ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন