ফোর্ডের গাড়িতে টাইম মেশিন!
আপনি কি সায়েন্স ফিকশন সিনেমা ‘ব্যাক টু দ্য ফিউচার’ দেখেছেন? যদি দেখে থাকেন তো বেশ। পুরো সিনেমাটি রোমাঞ্চকর কমেডিতে ভরা। কল্পবিজ্ঞান ভিত্তিক এই সিনেমাটি ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিলো। মার্কিন বক্স অফিসে দারুণভাবে হিট করেছিল ছবিটি। তাইতো উঠতি বয়সী ছেলে-মেয়েরা বিপুল আগ্রহ নিয়ে আজও এই ছবিটি উপভোগ করে।
পরিচালক রবার্ট জেমেরিক্সের অনবদ্য নির্মাণশৈলী এবং মাইকেল জে ফক্স এর সুদক্ষ অভিনয়ের কারণে এই সিনেমাটি সে সময় দারুণভাবে দর্শকপ্রিয়তা পায়। ব্যবসায়িকভাবেও এটি সাফল্য পেয়েছিল।
এই ছবির নায়ক কৌতূহলী যুবক মার্টি ম্যাক ফ্লাই এবং খ্যাপাটে বিজ্ঞানী ড. ব্রাউনকে কেন্দ্র করেই এর কাহিনি। টাইম মেশিন নামের এক যন্ত্র ফ্লাক্স ক্যাপাসিটরে চড়ে সিনেমার নায়ক মার্টি এবং ডক চলে গিয়েছিলো ৩০ বছর আগের অতীতে।
পুরো সিনেমাটাই কল্পবিজ্ঞান এবং অ্যাডভেঞ্চারধর্মী। কাল্পনিক এই সিনেমার মত টাইম মেশিনে চড়ার এক অনন্য বাস্তব সুযোগ করে দিয়েছে বিখ্যাত গাড়ি নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড। তারা একটি টাইম মেশিনের আদলে গাড়ি তৈরি করেছে।
ফোর্ডের এই টাইম মেশিনের গাড়িটির ফ্লাক্স ক্যাপাসিটর কাজ করবে ঠিক ব্যাক টু দ্য ফিউচার সিনেমার টাইম মেশিনের মতোই। গাড়ির ড্যাশবোর্ডে যুক্ত থাকা এই ফ্ল্যাক্স ক্যাপাসিটরকে দেখার সুযোগ থাকবে। গাড়িটিতে নেভিগেশনের প্রয়োজন পড়বে না। গন্তব্য যেখানেই হোক না কেন সড়ক ছাড়াই ফোর্ডের এই গাড়িটিতে পৌঁছে যাওয়া যাবে অনায়াসে।
তবে এই যন্ত্রের নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড ব্যাক টু দ্য ফিউচার মুভির ভক্তদের সতর্ক করে দিয়ে বলেছে, এই ফ্ল্যাক্স ক্যাপাসিটরের ব্যবহার কেবল বিনোদনের জন্যই সীমিত।
ফোর্ডের এই টাইম মেশিন কারের দাম ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন