‘ফ্যান’এর শুটিংয়ে গুরুতর আহত হলেন শাহরুখ
ফ্যান’এর শুটিংয়ে গুরুতর আহত হলেন শাহরুখ খান। শনিবার তাঁর আসন্ন ছবির ‘ফ্যান’এর সেটে চোট লাগে তাঁর। সূত্রের খবর, প্রাথমিক চিকিত্সার পর এখন ভাল আছেন বলিউড বাদশা। সামান্য বিশ্রামের পর আবার শুটিংয়ে ফিরবেন তিনি।
ছবির শুটিংয়ে তাঁর চোট লাগার কথা টুইটারে নিজেই জানিয়েছেন শাহরুখ। তাঁর কথায়, ‘সিরিয়াস আউচ টাইম’। দীর্ঘদিন ধরে এই ছবির কঠিন ‘শুটিং শিডিউল’ চলছে। কবে শেষ হবে তারই অপেক্ষায় শাহরুখ সহ গোটা ‘ফ্যান’ টিম।
মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে শাহরুখ দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন। যেখানে একটি চরিত্রে তাঁকে দেখা যাবে এক সুপারস্টারের ভূমিকায়। আর অপর চরিত্রে এক অনুরাগীর ভূমিকায় পর্দায় আসছেন কিং খান। এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’এ নিজের পরিচালনার ক্যরিশ্মা দেখিয়েছেন মনীশ।
আর এ ছবিতেও তিনি সেই ধারা বজায় রাখবেন বলেই আশা ভক্তদের। সঙ্গে রয়েছে শাহরুখের অভিনয় দক্ষতা। দিন কয়েক আগেই এ ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবিটি আগামী বছর ১৫এপ্রিল মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন