ফ্যাশনের ৯ টি নিয়ম যা আপনার পরিত্যাগ করা উচিৎ
নতুন বছর শুরুর সাথে চলুন ফ্যাশনেও কিছু পরিবর্তন আনা যাক। তবে এখানে নতুন করে কোন ফ্যাশন নয়, বরং ফ্যাশনে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো তুলে ধরা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ফ্যাশনে এমন ৯ টি ভুল যা আমরা সচরাচর করে থাকি।
১। চুলে ভীতিকর শেড ব্যবহার করা
চুলের আগায় এমন কোন রং ব্যবহার না করা যা দেখতে ভীতিকর লাগে। আপনি পার্পল, পিংক, নীল কিংবা হলুদ রং ব্যবহার করতে পারেন। তবে বার্গান্ডি এবং হাল্কা বাদামী ব্যবহার না করাই ভাল।
২। কাপড় লন্ড্রি করতে ইচ্ছা না করায় নতুন করে শপিং করা
শপিং আপনাকে করতেই হবে। কিন্তু তাই বলে শুধু কাপড় লন্ড্রি করতে ইচ্ছা করছে না, এ জন্যই কিনে ফেলা অনুচিত।
৩। হাই হিল যা ধীরে ধীরে আপনাকে ক্ষতি করবে
হাই হিলে আপনাকে হয়তো আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি চাইলে এক দুবার পরেও দেখতে পারেন, সেটাও কোন সমস্যা না। কিন্তু তাই বলে এটাকে অভ্যাসে পরিণত করা ক্ষতিকর।
৪। একজন ডিজাইনারকে অধিক প্রশ্রয় দেয়া এবং তাঁর একই ডিজাইনের জন্য অনেক অনেক খরচ করা। এখানে আর কিছু বলার দরকার নেই!
৫। এমন কিছু কেনা যা শুধু আপনার প্রেমিক পছন্দ করে
আপনার প্রেমিককে খুশি করার জন্য আপনি হয়তো অনেক কিছুই পরতে পারেন। কিন্তু এরকমটা যেন না হয় যে, সেই ফ্যাশনটি আপনার নিজের পছন্দনীয় নয়।
৬। বিভিন্ন রঙের একই জুতা পরা। বিভিন্ন রঙের একই জুতা না পরাই ভাল।
৭। এমন কিছু পরা যা আপনার সাথে ফিট করে না
আপনার হয়তো কোন ডিজাইন অনেক পছন্দ হতে পারে কিন্তু সেটা আপনার জন্য নির্দিষ্ট সাইজ নেই। এই অবস্থায় সেটা না কেনাই ভাল।
৮। একেবারেই কোন ফ্যাশনিস্টের নিয়ম মেনে না চলা
সব ফ্যাশনিস্টকে আপনার ভাল না লাগলেও একেবারেই ফ্যাশনিস্টদের নিয়ম মেনে না চলা বোকামি।
৯। এমন কিছু পরা যা আপনার ব্যক্তিগত স্টাইলের সাথে মানায় না
এটা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন