ফ্রান্সের উৎসবে মৌয়ের চলচ্চিত্র

ফ্রান্সের সম্মানজনক ত্যুউস ক্যুওর চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।
ফ্রান্সের এক্স-ওন-প্রোভঁন্সে এই উৎসব শুরু হবে ২৮ নভেম্বর। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
তাসমিয়াহ আফরিন মৌ এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রযোজকের কাছ থেকে আজই খবরটা পেলাম। অনেকদিন পর একটা ভালো খবর এলো! চারদিকে তো শুধু মন খারাপ করা ঘটনা।’
‘এই ফেস্টিভ্যালটি শর্টফিল্ম ফেস্টিভ্যালগুলোর মধ্যে খুবই প্রেস্টিজিয়াস একটি ফেস্টিভ্যাল। ফলে আমরা সবাই খুশি এত বড় একটা উৎসবে প্রিমিয়ার করতে পেরে।’
মৌ জানান, আড়াই হাজারের বেশি শর্ট ফিল্ম থেকে ৫০টি নির্বাচিত হয়েছে। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ২৬টি দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’।
চলচ্চিত্রটি নির্মাণের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মৌ।
এর আগে ২০১৪ সালে মৌয়ের নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘টোকাই ২০১২’ চীনের গুয়াংজু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল।
‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’র চিত্রনাট্য লিখেছেন মৌ নিজেই। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল ও আলী আহসান। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন